Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ছবি আহ্বান


২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮ এর জন্য ছবি আহ্বান করেছে তথ্য মন্ত্রণালয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহিরা মার্চের ৭ তারিখ বিকাল ৫টার মধ্যে উন্নতমানের প্রিন্টের ডিভিডি জমা দিতে পারবেন। চলচ্চিত্র সেন্সর বোর্ডের অফিস বা www.bfcb.gov.bd ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে।

২৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কিছু নিয়ম মেনে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্র জমা দেয়া যাবে। ১২টি শর্তের মধ্যে উল্লেখযোগ্য শর্তগুলো হলো-

১. কেবল বাংলাদেশি নাগরিকরাই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

বিজ্ঞাপন

২. আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদেরকে বিবেচনা করা হবে।

৩. যৌথ প্রযোজনার চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে। তবে সেই সিনেমার বিদেশি শিল্পী-কলাকুশলীরা পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।

৪. পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য অবশ্যই ছবিটিকে সেন্সর সনদ পেতে হবে এবং বিবেচ্য বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হবে। স্বল্পদৈর্ঘ্য এবং প্রমাণ্যচিত্রের জন্য প্রেক্ষাগৃহে প্রদর্শনের বাধ্যবাধকতা না থাকলেও বিবেচ্য বছরে সেন্সর সনদ পেতে হবে।

৫. কাহিনীর ক্ষেত্রে দেশি বা বিদেশি লেখক/প্রকাশকের কপিরাইট বা অনুমতি নিয়ে নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে।

৬. বিদেশি চলচ্চিত্রের কপিরাইট নিয়ে নির্মিত চলচ্চিত্র এবং রিমেক চলচ্চিত্রের কাহিনী পুরস্কারের জন্য বিবেচিত হবে না।

সারাবাংলা/পিএ/পিএম

চলচ্চিত্র আহ্বান জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর