Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ বছর পর সালমান-বানসালী


২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সর্বশেষ ‘হাম দিল দে চুকে সনম’। তারপর পেরিয়ে গেছে উনিশ বছর। বলিউডের হিটমাস্টারখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবং ভাইজান সালমান খানকে একসঙ্গে দেখা যায়নি। মাঝের এই দীর্ঘ সময় কাজ না করার কারণ নিয়ে অনেক চর্চা হয়েছে। কেউ বলেছেন এই দুই তারকার দূরত্বের কারণ আরেক সুপারস্টার ঐশ্বরিয়া রাই। সালমানের একসময়ে এই প্রেমিকাকে নাকি বানসালীও পছন্দ করতেন মনে মনে। ‘হাম দিল দে চুকে সনম’ ছবির মূল তারকা ছিলেন ঐশ্বরিয়া।


আরও পড়ুন :  প্রথমবারের মতো নাম ভূমিকায় তিশা


সেই যাই হোক। সেসব এখন অতীত। আর অতীত ভুলে দেড় যুগেরও বেশি সময় পর আবারও এক হতে চলেছেন দুই বিগস্টার সালমান-বানসালী। খবর বলছে, একটি প্রেমের ছবি নির্মাণ করতে যাচ্ছেন বানসালী আর তাতে নায়ক হিসেবে থাকছেন বলিউডের লাভারবয় সালমান খান। ছবির চিত্রনাট্যের কাজ চূড়ান্ত। তবে ছবির নাম এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, চলতি বছরের শেষার্ধে অর্থাৎ জুন-জুলাইয়ের দিকে ছবিটির শুটিং শুরু করবেন পরিচালক।

বিজ্ঞাপন

সর্বশেষ সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ছবি ‘পদ্মাবত’ সুপারহিট হয়েছিল। অন্যদিকে সালমান খান বর্তমানে তার নতুন ছবি ‘ভারত’ নিয়ে ব্যস্ত আছেন।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  বিশ হাজার গানের এক গাজী মাজহারুল আনোয়ার


ঐশ্বরিয়া রাই সঞ্জয় লীলা বানসালী সালমান খান হাম দিল দে চুকে সনম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর