হিন্দি ছবির দাপটের মুখে জয়া ও আরিফিন শুভ
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
কয়েক বছর ধরে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পশ্চিমবঙ্গের ছবিতে অভিনয় করছেন। বেশ সুনাম কুড়িয়েছেন সেখানে । শুক্রবার (২২ ফেব্রুয়ারি) জয়া আহসান অভিনীত ‘বৃষ্টি তোমাকে দিলাম’ নামের সাইকো থ্রিলার ঘরানার ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, রাজেশ শর্মাসহ আরও অনেকে।
ছবিতে জয়া আহসান মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের চরিত্রে অভিনয় করছেন। এতে মনোচিকিৎসকের ভূমিকায় আছেন চিরঞ্জিত। আর বিহারি পুলিশের চরিত্রে রাজেশ শর্মা। ছবিটি পরিচালনা করেছেন অর্ণব পাল।
অন্যদিকে একই দিনে কলকাতায় মুক্তি পেয়েছে আরেক বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভর ছবি ‘আহা রে’। ছবিটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। এতে তিনি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন।
আরও পড়ুন : কলকাতায় নির্বাচন করবেন হেমা মালিনী!
এটি আরিফিন শুভর প্রথম কলকাতার ছবি। এর আগে যদিও পশ্চিমবঙ্গের সিনেমা হলে তার অভিনীত যৌথ প্রযোজনার ছবি মুক্তি পেয়েছিল।
‘আহা রে’ সিনেমায় আরিফিন শুভ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ছবিতে যার নাম ফারাজ চৌধুরী। তিনি পেশায় একজন শেফ। অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত হোম ক্যাটারিং সার্ভিসের রাঁধুনি। যিনি ঘরে তৈরি খাবার সরবারহ করে থাকেন।
একসঙ্গে বাংলাদেশি দুই অভিনয়শিল্পীর দুটি ছবির দখলে পশ্চিমবঙ্গের। বিষয়টি ভালোলাগারও বটে । এমন অবস্থায় এপার বাংলায় বসে হয়ত কৌতুহল জাগে–ওপার বাংলায় কেমন চলছে জয়া আহসান ও আরিফিন শুভর ছবি ?
ভবানিপুর জ্যোতিন দাশ পার্ক এলাকায় অবস্থিত বিজলী সিনেমা হল। সেখানে ৪ টা ৪৫ মিনিটে প্রদর্শিত হচ্ছে ‘বৃষ্টি তোমাকে দিলাম’। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হচ্ছে ‘আহা রে’। প্রথম দিনের হল রিপোর্ট জানতে চাইলে ‘বিজলী’ সিনেমা হলের বুকিং এজেন্ট অশোক চ্যাটার্জী বলেন, “আহা রে’ সিনেমাটি খুব ভালো। তবে প্রথমদিনে খুব একটা চলেনি। আশা করেছিলাম ভালো চলবে। সন্ধ্যার শো-তে লোক হয়নি সেরকম। খুব কম সংখ্যাক লোক দেখতে এসেছিল ছবিটা। সামনে আরও প্রচারণা হলে হয়ত মানুষ আসতে পারে।’
‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবি সম্পর্কে তিনি বলেন, ‘এটারও ঠিক একই অবস্থা। বিক্রি কম। তবে কেনো কম বলতে পারছি না। আমার মনে হয় সেভাবে প্রচারণা করা হয়নি ছবিটি। ছবি দুটির গল্প ভালো হলেও ব্যবসা এখনো আশানুরূপ না।’
কৃষ্ণনগরে এসভিএফ সিনেমা হলে শুধুমাত্র ‘আহা রে’ চলছে। সেখানেও হল রিপোর্ট আশানুরূপ নয় বলে জানান সিনেমা হলের জনসংযোগকর্তা শুভরাজ দাস। সারাবাংলাকে তিনি বলেন, ‘ভালো একটা সময়ে (৬টা) “আহা রে” প্রদর্শিত হচ্ছে। ছবিটা ভালো হলেও, উপস্থিত দর্শকের সংখ্যা সে তুলনায় কম। এর বদলে হিন্দি “টোটাল ধামাল” ছবিটা ভালো চলেছে।’
টালিগঞ্জ সিনেমার প্রাণকেন্দ্র নন্দনেও একসঙ্গে জয়া ও আরিফিন শুভর ছবি চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার এক অফিস সহকারী বলেন, ‘দুটি ছবি মোটামুটি চলেছে প্রথম দিন। আহামরি চলেছে এটা বলব না। শনিবার ও রবিবার দর্শক বাড়ার কথা। এখন দেখা যাক কি হয়! জয়া আহসান কলকাতায় পরিচিত মুখ, আরিফিন শুভ সে তুলনায় অপরিচিত। তার ছবি যদিও চলে সেটা ঋতুপর্ণা সেনগুপ্তর জন্য।’
কৃষ্ণনগরের সঙ্গীতা সিনেমা হলেও পালাক্রমে চলছে এই দুই ছবি। সিনেমা হলটির ম্যানেজার অশোক দাস বলেন, ‘হিন্দি ছবির তোপে বাংলা সিনেমার ব্যবসা করা দায় হয়ে দাঁড়িয়েছে। সব মানুষ ‘টোটাল ধামাল’ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। আবার বাংলা ছবি যে মানুষ দেখে না, তা কিন্তু নয় । সম্ভবত আজ শনিবার অথবা রবিবার বিক্রি বাড়বে।’
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. ১৯ বছর পর সালমান-বানসালী
. প্রথমবারের মতো নাম ভূমিকায় তিশা
. বিশ হাজার গানের এক গাজী মাজহারুল আনোয়ার