এবার সরব হলেন বিদ্যা বালান
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
কাশ্মীরে হামলার জেরে এবার সরব হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যদিও আমি সর্বদাই বিশ্বাস করি যে শিল্পকে সব সীমান্তবোধ ও রাজনীতি থেকে দূরে রাখা উচিত, তাও এই অবস্থায় আমি মনে করি আমাদের এখনই ঘুরে দাঁড়াতে হবে। যথেষ্ট হয়েছে।’
পাকিস্তানের বিরুদ্ধে হিন্দি চলচ্চিত্র শিল্প যে অবস্থান নিয়েছে তার উপরেই আস্থা রাখলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। পাকিস্তানের শিল্পীদের ভারতে কাজের সুযোগ না দেওয়া এবং পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্রের মুক্তি না দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন বিদ্যা বালান।
আরও পড়ুন : যোগ্যদেরকেই বলিউডে সুযোগ দেন সালমান খান
ফেব্রুয়ারির ১৪ তারিখে একটি আত্মঘাতী বোমা হামলায় কাশ্মীরের পুলওয়ামা জেলায় ৪০ জন সিআরপিএফ সেনা নিহত হন। এ প্রসঙ্গে রেডিও শো ‘ধুন বদল কে তো দেখো’র অনুষ্ঠানে বিদ্যা বলেন, ‘জাতীয়তাবোধের সঙ্গে ব্যক্তি বা রাজনৈতিক দলের কোনও সম্পর্ক নেই।’
শিল্পকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত কিনা জিজ্ঞাসা করা হলে বিদ্যা বালান বলেন, ‘একজন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি যে মানুষকে শিল্পের থেকে বেশি কোনও শক্তিই একত্রিত করতে পারে না। কিন্তু এই সময় আমি মনে করি আমাদের এই অভ্যাস থেকে বিরতি নেওয়া উচিত। যেমনটা বললাম, এই পরিস্থিতিতে শক্ত পদক্ষেপ নিতেই হবে!’
সারাবাংলা/টিএস/পিএ
আরও পড়ুন :
. বাজে অভিনেতা হিসেবে পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প
. ‘তান্ত্রিক’ নয়, ‘ভূত পুলিশ’এ সাইফ-সানা
. অভিনয় শিল্পী সংঘে নির্বাচনী তোড়জোড়
. প্রথমবার একসঙ্গে সাবিলা নূর-ইয়াশ রোহান
. হিন্দি ছবির দাপটের মুখে জয়া ও আরিফিন শুভ
. কলকাতায় নির্বাচন করবেন হেমা মালিনী!
. ১৯ বছর পর সালমান-বানসালী
. প্রথমবারের মতো নাম ভূমিকায় তিশা