Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরতির পর একসঙ্গে ফিরছেন নওয়াজউদ্দিন ও রাধিকা


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।


বিরতির পর আবার একসঙ্গে বড় পর্দায় ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও রাধিকা আপ্তে। হানি ত্রিহানের প্রথম ছবি ‘রাত আকেলি হ্যায়’ এর মাধ্যমে পর্দায় ফিরবেন তারা। খবর ফিল্মফেয়ারের।

এর আগে দুটি ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে বলিউডের এই দুই অভিনয়শিল্পীকে। ‘বাদলাপুর’ ও ‘মাঝি:দ্য মাউন্টেন ম্যান’ ছবিতে অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন।

বিশেষ সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, ‘ভারতের উত্তরপ্রদেশের কানপুর রাজ্যের ঘটনা নিয়ে ছবিটি নির্মিত হবে। ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনয় করবেন পুলিশের গোয়েন্দা অফিসারের চরিত্রে। ঘটনাক্রমে শহরের অন্যতম ধনী কন্যা রাধিকা আপ্তের সঙ্গে তার দেখা হয়। ছবির শুটিং হবে লখনৌ আর গোয়ালিওরে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন :  শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১৯


মার্চের ২৫ তারিখ থেকে ছবির শুটিং আরম্ভ হবে বলে সূত্র জানিয়েছে। এদিকে ছবিতে শ্বেতা ত্রিপাঠিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। সূত্র আরও জানিয়েছে, ‘নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিজ্ঞতা সম্পন্ন অভিনেতা। সেকারণে এই ছবিতে তাকে নির্বাচন করা হয়েছে। ছবিটি ১৯৮০ সালের এক সাহসি পুলিশ অফিসারের কাহিনীর আলোকে নির্মিত হবে।’

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :  বেঙ্গালুরু উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’


নওয়াজউদ্দিন সিদ্দিকি রাত আকেলি হ্যায় রাধিকা আপ্তে হানি ত্রিহান