Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ্যে এলো ‘বিউটি সার্কাস’


১ মার্চ ২০১৯ ০৪:১৬ | আপডেট: ২ মার্চ ২০১৯ ১০:৫৯

এন্টাটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।  

তিন বছর আগে বিউটি সার্কাস সিনেমার দৃশ্যধারণ শুরু করেছিলেন নির্মাতা মাহমুদ দিদার। নানা জটিলতার কারণে থেমে থেমে ছবিটির নির্মাণ কাজ শেষ হয়েছে কিছু দিন আগে। এখন চলছে মুক্তি দেওয়ার প্রস্তুতি। সে লক্ষ্যে ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে অন্তর্জালে।

বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে বিউটি সার্কাসের টিজার। প্রায় ৫২ সেকন্ডের এই টিজারে দেখা যায় চিত্রনায়ক ফেরদৌস, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, হুমায়ূন সাধু এবং ‘বিউটি’ চরিত্রে অভিনয় করা জয়া আহসানকে।

বিউটি সার্কাসের নির্মাতা জানিয়েছেন, ছবিটিকে আসছে বৈশাখে প্রেক্ষাগৃহে নেওয়ার চেষ্টা করছেন তিনি। বাঙালি সংস্কৃতির বড় এই উৎসবে সারা দেশে একযোগে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মও চাচ্ছে বৈশাখের প্রথম দিনে সবাই বিউটি সার্কাস দেখুক।

বিউটি সার্কাস নির্মিত হয়েছে সরকারি অনুদানে। একটি সার্কাস ও তাকে কেন্দ্র করে গড়ে উঠা প্রেমের গল্পে এগিয়েছে এই ছবি।

সারাবাংলা/টিএস

জয়া আহসান ফেরদৌস বিউটি সার্কাস মাহমুদ দিদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর