Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে নতুন অভিযোগ


১ মার্চ ২০১৯ ০৫:১৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।  

মাইকেল জ্যাকসনকে ধরা হয় দুনিয়ার সবচেয়ে বড় পপ তারকা। যখন বেঁচে ছিলেন তখন নানা কারণেই ছিলেন খবরের শিরোনামে। মৃত্যুর পরও নিয়মিতই খবরে আসছেন তিনি। থাকছেন নানা রকমের আলোচনা আর সমালোচনাতেও।

এবার মাইকেলের বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ। মৃত্যুর ১০ বছর পর তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ওয়েড রবসন ও জেমস সেফচাক নামের দুই যুবক। বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে দু’জনেই জানিয়েছেন, ৭ থেকে ১০ বছর বয়সের মধ্যে তারা শতাধিকবার জ্যাকসনের দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছেন।

এই অভিযোগের প্রেক্ষিতে মাইকেল জ্যাকসনের পরিবার বলেছে, এই অভিযোগের পক্ষে একটি প্রমাণও দেখাতে পারবে না অভিযোগকারি দুজন।

ওয়েড রবসন বলেন, ‘৭ বছর বয়স থেকে মাইকেল জ্যাকসনের যৌন নিগ্রহের শিকার হয়েছি আমি। যখন আমার বয়স ১৪, তখন মাইকেল আমাকে ধর্ষণের চেষ্টা করেন। জ্যাকসন আমাকে বলেছিলেন, আমি তার বেস্ট ফ্রেন্ড এবং এ ধরনের যৌনাচার তিনি আর কারো সাথে করেননি।’

প্রসঙ্গত, মাইকেল জ্যাকসন মারা গেছেন ২০০৯ সালের ২৫ জুন। পশ্চিমা পপ মিউজিকের এই কিংবদন্তী একাধারে ছিলেন গায়ক, গীতিকার ও নাচিয়ে।

সারাবাংলা/টিএস

মাইকেল জ্যাকসন