Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার এসিডদগ্ধ নারীর চরিত্রে দীপিকা


২ মার্চ ২০১৯ ১১:৪৭ | আপডেট: ২ মার্চ ২০১৯ ২০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ভারতের খ্যাতিমান গীতিকার ও চিত্রনাট্যকার গুলজারের মেয়ে মেঘনা গুলজার। নিজের হাতেগোনা কিছু ছবি দিয়েই পরিচালক হিসেবে জাত চিনিয়েছেন। মেঘনা এখন নিজের নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত। ছবির নাম ‘ছাপাক’। ছবির গল্প একেবারেই ভিন্নধারার। এ ধরণের গল্প নিয়ে বলিউডে সাধারনত ছবি বানানো হয় না। ‘ছাপাক’ ছবিটি এসিড সন্ত্রাসের শিকার নারী লক্ষ্মী আগারওয়ালের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে। আর ছবিটিতে এসিডদগ্ধ লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন।


আরও পড়ুন :  রাফির তৃতীয় সিনেমার পোস্টার আসছে


সম্প্রতি মেঘনা তার ছবির কাস্টিং নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন। মেঘনা বলেছেন, ছবিটিতে অন্য এক দীপিকাকে খুঁজে পাবেন দর্শকরা। গ্ল্যামার অভিনেত্রীরা সাধারনত সাদামাটা চেহারার চরিত্রে অভিনয় করতে আগ্রহি হননা। সেখানে দীপিকা একজন এসিডদগ্ধ নারীর চরিত্রে অভিনয় করেছেন। অবশ্যই এটি একটি সাহসি সিদ্ধান্ত। মেঘনার মতে, ছবিটিতে এসিড সারভাইভার লক্ষ্মী এবং দীপিকার মধ্যে অসাধারন সাদৃশ্য খুঁজে পাবেন দর্শকরা।

বিজ্ঞাপন

এ ধরণের ছবি নির্মাণের কারণ হিসেবে মেঘনা বলেন, ছবিটির মাধ্যমে তিনি মানুষকে এসিড সন্ত্রাসের নির্মমতা সম্পর্কে ধারণা দিতে চান। ছবি দেখে দর্শকরা বুঝতে পারবে এসিড একজন মানুষের কতোটা সর্বনাশ করতে পারে।

দীপিকা ছাড়াও ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিক্রম মেসি।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম দিনে শাকিবের সঙ্গী ইমন


আরও দেখুন:

‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ

ছাপাক দীপিকা পাডুকোন বিক্রম মেসি মেঘনা গুলজার লক্ষ্মী আগারওয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর