Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিনাকে নিয়ে ফিসফাস


২ মার্চ ২০১৯ ১৪:৪৩ | আপডেট: ২ মার্চ ২০১৯ ২০:২০

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

কারিনা কাপুরের সাম্প্রতিক একটি ছবি নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। ছবিতে কারিনা ধরা পড়েছেন অন্যভাবে। সেখানে স্পষ্টভাবে তার বেবি বাম্প দেখা গেছে।

তবে কি আবারও মা হতে চলেছেন এই বলিউড সুন্দরী?


আরও পড়ুন :  প্রাক্তন স্বামীর মৃত্যুতে আবেগি অপর্ণা সেন


কারিনা মা হয়েছেন ২০১৬ সালের একদম শেষের দিকে। তার ছেলে তৈমুর আলি খানের বয়স মাত্র দুই চলছে। এরমধ্যে আবারও কি কারিনা মা হবার পথে? বেবি বাম্পের সেই ছবিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে প্রশ্ন রেখেছেন নেটিজেনরা।

কারিনা কাপুর খান

তবে তাদের সেই প্রশ্নের আগ্রহে জল ঢেলে দেয়া হয়েছে কারিনার তরফ থেকে। জানা গেছে, করিনার যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি সাম্প্রতিক সময়েই তোলা। সেখানে বেবি বাম্পও দেখা যাচ্ছে। কিন্তু তা নেহাতই শুটিংয়ের প্রয়োজনে কৃত্রিমভাবে তৈরি করা। অর্থাৎ কারিনা মা হচ্ছেন ঠিকই তবে সেটা পর্দায়। বাস্তবে না।

কারিনার পরবর্তী ছবি ‘গুড নিউজ’। সেই ছবির কাজ করতে গিয়েই পাপারাজ্জিদের ক্যামেরায় এভাবে ধরা পড়েছেন নায়িকা। সেখানেই দেখা গেছে বেবি বাম্প নিয়ে শুটিং করছেন নায়িকা। আর তা নিয়েই যত গুঞ্জন।

‘গুড নিউজ’ প্রযোজনা করছেন করণ জোহর। ছবিটিতে সারোগেসির গল্প দেখানো হবে। কারিনা ছাড়াও ছবিতে অভিনয় করছেন কিয়ারা আদভানী, অক্ষয় কুমার ও দিলজিৎ দোসাঞ্জ।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :

.   দ্বিতীয় সপ্তাহে জয়া ১২, শুভ ৯

.   এবার এসিডদগ্ধ নারীর চরিত্রে দীপিকা

.   রাফির তৃতীয় সিনেমার পোস্টার আসছে

.   ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম দিনে শাকিবের সঙ্গী ইমন


আরও দেখুন:

‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ

বিজ্ঞাপন

করণ জোহর কারিনা কাপুর গুঞ্জন গুড নিউজ বেবি বাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর