Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার পরিচালকের ছবি নিয়ে ঢাবিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব


২ মার্চ ২০১৯ ১৬:০০

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

চার পরিচালকের চারটি স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। একদিনের এই চলচ্চিত্র উৎসবের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমসিজে ফিল্ম ক্লাব। উৎসবের নাম ‘প্রজন্ম ওয়েভ আউটরিচ ফিল্মি কথা’।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  ‘স্বপ্নবাজি’ রায়হান রাফির তৃতীয় ছবি


উৎসবে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘চোরাবালি’, অনিমেষ আইচ পরিচালিত ‘মা কলিং’, তানভির আহসান পরিচালিত ‘ঘরের ভেতর ঘর’ এবং বাশার জর্জ পরিচালিত ‘ফেরা’- এই চারটি ছবি দেখানো হবে। আর ছবি প্রদর্শনীর ফাঁকে নিজেদের কাজ নিয়ে কথা বলবেন এবং দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন আমন্ত্রিত পরিচালকেরা।

৩ মার্চ রোববার অনুষ্ঠিত হবে এই উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহমেদ চৌধুরি মিলনায়তনে উৎসব শুরু হবে বিকেল ৪টায়। উৎসবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েন, চলচ্চিত্র ও গণমাধ্যম বিশেষজ্ঞ অধ্যাপক ড. ফাহমিদুল হক, অভিনেত্রী ত্রপা মজুমদার।

‘প্রজন্ম ওয়েভ আউটরিচ ফিল্মি কথা’ উৎসবের সহযোগিতায় আছে ইউএস এম্বাসি ও এক্সপ্রেশন্স লিমিটেড।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :

.   কারিনাকে নিয়ে ফিসফাস

.   প্রাক্তন স্বামীর মৃত্যুতে আবেগি অপর্ণা সেন

.   দ্বিতীয় সপ্তাহে জয়া ১২, শুভ ৯

.   এবার এসিডদগ্ধ নারীর চরিত্রে দীপিকা

.   রাফির তৃতীয় সিনেমার পোস্টার আসছে

.   ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম দিনে শাকিবের সঙ্গী ইমন


আরও দেখুন:

‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ

বিজ্ঞাপন

অনিমেষ আইচ ড. কাবেরী গায়েন ড. ফাহমিদুল হক ঢা‌বি ত্রপা মজুমদার প্রজন্ম ওয়েভ আউটরিচ ফিল্মি কথা বদরুল আনাম সৌদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর