Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে সহজিয়ার ‘ঘোড়া’


২০ জানুয়ারি ২০১৮ ১৭:২৪

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

নাগরিক তারুণ্যের কাছে ‘সহজিয়া’ ব্যান্ড বেশ পরিচিত নাম। মেলোডি, রক, সাইকেডেলিক রকসহ মিউজিকের নানা ধাঁচের গানের কল্যাণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে দলটি। তাদের ‘শবনম’ কিংবা ‘বোকা পাখি’র মতো গানগুলো ফিরছে সংগীত প্রিয় তরুণদের মুখে মুখে।

এবার ৭ গানের নতুন এলবাম আনছে সহজিয়া। সহজিয়ার দ্বিতীয় গানের এলবাম ‘ঘোড়া’ প্রকাশিত হচ্ছে ২০ জানুয়ারি শনিবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে হবে ‘ঘোড়া’র প্রকাশনা উৎসব। সহজিয়া ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ এলবামটি শুনতে পারবে শ্রোতারা। ৭ টি গানের এই অ্যালবামের শিরোনাম গান ‘ঘোড়া’। অ্যালবামের বাকি গানগুলো হচ্ছে ছোট পাখি, চকলেট, যাদুকর, লাল-কালো, ছুট, ভোর থেকে রাত।

২০০৯ সালে যাত্রা শুরু করে সহজিয়া ব্যান্ড। দলটির প্রথম অ্যালবাম ‘রঙমিস্ত্রী’ প্রকাশিত হয় ২০১৩ সালের নভেম্বরে। ওই এলবামের ‘বোকা পাখি’, ‘রঙমিস্ত্রী’, ‘শবনম’, ‘অপেক্ষা’ ও ‘ব্যথা দিও না’র মতো গানগুলো সেসময় বেশ শ্রোতাপ্রিয় হয়।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর