বাবার গান নিয়ে ছেলের উদ্যোগ
৩ মার্চ ২০১৯ ১৩:৩৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সারাবিশ্বে থাকা বাংলা ভাষাভাষীদের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে যাত্রা শুরু করলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফেদারমেন ডিজিটাল’। প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র।
প্রথম অবস্থায় প্রতিষ্ঠানটি আসিফ আকবরের গানগুলো নিয়ে কাজ করবে। তারপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিল্পীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় ‘ফেদারমেন ডিজিটাল’। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য শিল্পী, সুরকার এবং গীতিকারদের প্রাপ্য রয়্যালিটি নিশ্চিত করা। সেই লক্ষ্যে ফেসবুক, ইউটিউব, ভিবো, ডেইলি মোশনসহ আন্তর্জাতিক সব পোর্টালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে ‘ফেদারমেন ডিজিটাল’। মোবাইল অপারেটরের মাধ্যমেও থাকবে সেবা।
আরও পড়ুন : এবার তেলেগু রোমান্টিক ছবিতে বাংলাদেশের মেঘলা মুক্তা
প্রতিষ্ঠানটির কর্ণধার শাফায়াত আসিফ রুদ্র এ প্রসঙ্গে সারাবাংলাকে বলেন, ‘এটি একটি ওপেন প্ল্যাটফর্ম। আমরা বাংলা সংস্কৃতিকে বিশ্বব্যপী ছড়িয়ে দিতে চাই। আশাকরি বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই প্ল্যাটফর্মটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একইসঙ্গে সংশ্লিষ্ট সকলের আর্থিক বিষয়টিও নিশ্চিত করতে চাই। সকলের সহযোগিতা পেলে এটা সম্ভব।’
ছেলের উদ্যোগ প্রসঙ্গে কথা হয় আসিফ আকবরের সঙ্গেও। তিনি বলেন, ‘আমার ছোট ছেলে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে এটা অবশ্যই ভালো একটি খবর। আমি এবং আমার প্রতিষ্ঠান ‘আর্ব এন্টারটেইনমেন্ট’ সবসময় ফেদারমেন ডিজিটালের সঙ্গে আছি। আমি ওদের সাথে কথা বলেছি। ওদের পরিকল্পনা আমার খুব ভালো লেগেছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দেশে আর কোনো দুস্থ শিল্পী, সুরকার এবং গীতিকার থাকবে না। অসুস্থ হলে তহবিল করে সাহায্য প্রার্থনাও করতে হবে না। এবং এই পরিকল্পনা বাস্তবায়ন খুব কঠিন বিষয় না। ফেদারমেন ডিজিটালের জন্য শুভ কামনা।’
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. সারা’র নিন্দায় মুখর বলিউড
. দারুণ সাড়া পাচ্ছে জয় বাংলা কনসার্ট
. সুস্থ হয়েছেন ইরফান খান?
. হৃত্বিক রোশনে মুগ্ধ তামান্না ভাটিয়া
আরও দেখুন :
‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ