Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখে নতুন গান নিয়ে আসছেন কুমার বিশ্বজিৎ


৪ মার্চ ২০১৯ ১৭:৩৪ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ১৪:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘নতুন দিনের নতুন রঙে সবার মন দুলে যায়, চারিদিকে রঙের খেলা, গানে ছন্দ খুঁজে পায়’- এমন কথায় তৈরি হয়েছে কুমার বিশ্বজিতের নতুন গান। বৈশাখ উপলক্ষে প্রকাশ হবে গানটি। ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। তারকাবহুল উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে শিগগিরই।

গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘মাস দেড়েক আগে গানটি রেকর্ড হয়েছে। দেশিয় ঐতিহ্য ও উৎসবের গান এটি। অনেক বর্ণিল গানের লিরিকটা। বাংলাদেশের ষড়ঋতুর কথা বলা হয়েছে। বৈশাখ ছাড়াও যেকোনও উৎসবে গানটি ব্যাবহার করা যাবে। লিরিক, টিউন, কম্পোজিশান সবকিছুই ভালো ছিল।’

বিজ্ঞাপন

আরও পড়ুন :  ইরফানের বদলে ভিকি


গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি ভিডিওতেও মডেল হিসেবে দেখা যাবে কুমার বিশ্বজিৎকে। আরো আছেন ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, মনোজ কুমার, নাবিলা, মডেল আসিফ খান, শাহেদ ফারহানসহ একঝাঁক র‌্যাম্প মডেল।

দেশিয় ঐতিহ্যের ফ্যাশন হাউজ বিশ্বরঙ-এর থিমসং হিসেবে তাদের ব্যানারে নির্মিত হচ্ছে এই গান ও গানের মিউজিক ভিডিও। গানটির প্রযোজক ও গীতিকার বিপ্লব সাহা বলেন, ‘গানের কথায় বাংলার ‍সুর-নদী, ফুল-লতা-পাতা প্রকৃতির পাশাপাশি বাংলার তাঁত-তাঁতি, রঙ, সুতা এ শব্দগুলো উল্লেখ করা হয়েছে। কেননা তাঁতের কথা, তাঁতির কথা, রঙ, সুতো, বুননের কথা আমাদের গানগুলোতে পাওয়া যায়না। গানটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাংলার যেকোনও উৎসবে গানটি শ্রোতাদের কানে বাজে।’

এদিকে কুমার বিশ্বজিৎ আরো জানান, পহেলা বৈশাখ উপলক্ষে এই গানটি ছাড়াও সিলেটের টেকেরহাট অঞ্চলের সেকেন্ড শাহ’র একটি গান কণ্ঠে তুলছেন তিনি। এ ছাড়াও প্রকাশের অপেক্ষায় তার ঝুলিতে রয়েছে বেশ কিছু নতুন গান। পাশাপাশি নিজের জনপ্রিয় বেশ কিছু গানের রিমিক্সও করছেন তিনি। সম্প্রতি কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূনের সংগীতায়োজনে নতুন একটি চলচ্চিত্রের গানেও।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

.   ভানু বন্দ্যোপাধ্যায়: কিংবদন্তি কৌতুকাভিনেতার প্রয়াণ দিবস

.   ‘আমার জীবনে কেউ একজন আছেন’

.   চলচ্চিত্র নিয়ে সংসদে সরব সুবর্ণা

.   সিনেমার নাম ‘রুহ আফজা’

.   রণবীর হচ্ছেন মহাকাশচারী!


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

কুমার বিশ্বজিৎ বিশ্বরং বৈশাখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর