Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মার্চ জয় বাংলা কনসার্ট দেখা যাবে সারাবাংলা’য়


৬ মার্চ ২০১৯ ১৯:১১ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ১৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে  রক্তে আগুন লাগানো ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে ভাষণ বাঙালিকে অধিকার আদায়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে অকুতোভয় করে তুলেছিল।

সেই দিন ও ভাষণের প্রতি শ্রদ্ধা জানাতে গত কয়েকবছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। সেই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন করেছে সিআরআই ইয়ং বাংলা।

দেশের জনপ্রিয় আটটি ব্যান্ডের পরিবেশনা থাকবে এই কনসার্টে। ব্যান্ডগুলো হলো আর্টসেল, চিরকুট, নেমেসিস, লালন, ক্রিপটিক ফেইট, বে অব বেঙ্গল, শূন্য ও আরবোভাইরাস।

বিজ্ঞাপন

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট। বিকাল ৩টা থেকে শুরু হবে আয়োজন, চলবে রাত ১১টা পর্যন্ত। যারা এরই মধ্যে নিবন্ধন করেছেন, তারা অনায়াসেই উপভোগ করতে পারবেন আয়োজন। আর যারা নিবন্ধন করতে পারেননি তারা চোখ রাখতে পারেন ‘সারাবাংলা ডট নেট’- এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে। এখানে সরাসরি দেখা যাবে কনসার্টটি।

কনসার্টে অংশ নিতে যাওয়া আটটি ব্যান্ড তাদের নিজস্ব গান ছাড়াও বরাবরের মতো পরিবেশন করবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান।

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

.   প্রথমবার ওয়েব সিরিজে চঞ্চল-মিম

.   আহমদ ছফা’র দানিয়েল চরিত্রে আহমেদ রুবেল

.   চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অরুন্ধতী রায়!

.   বাংলা একাডেমিতে দুই দিনের গান উৎসব

.   নারী দিবসে আসছে নারী সুপারহিরোর ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’

.   প্রকাশ্যে এলো গেম অফ থ্রোন্সের ট্রেলার

.   ছোটবেলার ছবি দিয়ে জাহ্নবীকে জন্মদিনের শুভেচ্ছা

.   নারী দিবসে পূজা’র বিজয়িনী


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

জয় বাংলা কনসার্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর