Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাদের ঝুলিতে এবারের ফিল্ম ফেয়ার এওয়ার্ড


২১ জানুয়ারি ২০১৮ ১২:৩৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৩:৩০

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এওয়ার্ড অনুষ্ঠান ফিল্ম ফেয়ার। আয়োজনের ৬৩তম আসর বসেছিল শনিবার (২০ জানুয়ারি)। বলিউডি চলচ্চিত্রের ৩১ টি শাখায় দেয়া হয়েছে পুরস্কার।

আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী মালা সিনহা ও সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ি।

এবারের আসরের সেরা চলচ্চিত্র ইরফান খান অভিনীত হিন্দি মিডিয়াম। একই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। আর ‘তুমহারি সুলু’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন বিদ্যা বালান।

ক্যারিয়ারের ভালো সময় পার করছে বলিউড অভিনেতা রাজকুমার রাও। ফিল্মফেয়ারেও সবার নজর কেড়েছেন এই অভিনেতা। ক্রিটিক এওয়ার্ডে সেরা অভিনেতা হয়েছেন। নারী চরিত্রে এই সম্মাননা উঠেছে ‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিমের হাতে।

‘বারেলি কি বারফি’ সিনেমার জন্য সেরা পরিচালক অশ্বিনি আইয়ার তিউয়ারি। এদিকে প্রথম ছবিতেই বাজিমাত করেছেন অপর্ণা সেন কন্যা কঙ্কনা সেন শর্মা। ‘এ ডেথ ইন দ্য গুঞ্জ’ ছবির জন্য পরিচালনায় সেরা অভিষেকের পুরস্কার উঠেছে তার হাতে।

কিছুটা আলোচিত, অনেকটা সমালোচিত সিনেমা নিউটনও পেয়েছে দুটি পুরস্কার। অরিজিনাল স্টোরি ও ক্রিটিকদের চোখে সেরা সিনেমার খেতাব দুটি পেয়েছে‘নিউটন’।

অরিজিৎ সিং সেরা গায়ক এবং ‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত গায়িকা মেঘনা মিশ্রা হয়েছেন সেরা গায়িকা।

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জাগ্গা জাসুস’ ছবির ঘরে উঠেছে সর্বোচ্চ চারটি পুরস্কার। মিউজিক্যাল অ্যালবাম, গীতিকার, সিনেমাটোগ্রাফি ও আবহসংগীত বিভাগে সেরার স্থানটি দখল করেছে ছবিটি।

বিজ্ঞাপন

বলিউড বক্স অফিস কাপিয়ে দিল যে ছবি, ফিল্মফেয়ারে সেই ‘টাইগার জিন্দা হ্যায়’ কি পায়নি কিছুই? ভক্তদের হতাশ না করে, ভাইজানের সিনেমা সেরা অ্যাকশন ক্যাটাগরিতে হয়েছে সেরা।

https://sarabangla.net/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%98-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D/

জমকালো আয়োজনটি উপস্থাপনা করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার কো-হোস্ট ছিলেন করন জোহর। এছাড়াও নাচে গানে আয়োজন মাতিয়ে রাখেন অক্ষয় কুমার, রণবীর সিং, সানি লিওন, পরিনীতি চোপড়া।

সারাবাংলা/পিএ/ পিএম

ফিল্ম ফেয়ার এওয়ার্ড