Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছর আগেই সিনেমা মুক্তির ঘোষণা


৮ মার্চ ২০১৯ ১০:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

এ বছরে ভারতের সাধারণতন্ত্র দিবসে ‘মণিকর্ণিকা’ ছবিটি মুক্তি দিয়েছেন কঙ্গনা রনৌত। ছুটি এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধের উত্তেজনার কারণে ভালো ব্যবসা করেছে এই সিনেমা। এ জন্যই ২০২০ সালের সাধারণতন্ত্র দিবসেও ছবি মুক্তির ঘোষণা দিয়েছেন কঙ্গনা।

২০২০ সালে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ‘পাঙ্গা’ ছবিটি। বৃহস্পতিবারই মুক্তি পেল ছবির ফার্স্ট লুক৷ ছবিতে কঙ্গনাকে দেখা যাবে এক কাবাডি খেলোয়াড়ের ভূমিকায়। কঙ্গনার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন জসসি গিল। পরিচালনা করবেন ‘বেরেলি কি বরফি’ খ্যাতি অশ্বিনী আইয়ার তিওয়ারি।

‘পাঙ্গা’ ছবি বলবে এক মেয়ের জীবনের দ্বিতীয় সুযোগ পাওয়ার কাহিনি। কঙ্গনা এবং জসসি ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিচা চাড্ডা এবং নীনা গুপ্তাকে। আর সেই ছবিরই ফার্স্ট লুক মুক্তি পেল বৃহস্পতিবার। ছবিতে কঙ্গনা এবং জসসি বেশ আমুদি আমেজে ধরা দিয়েছেন। ‘পাঙ্গা’র প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিও। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২৪ জানুয়ারি।

বিজ্ঞাপন

এদিকে, এ বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনা অভিনীত ‘মেন্টাল হ্যায় কেয়া?’। এ ছবিতে তার সঙ্গে দেখা যাবে রাজকুমার রাওকে।

সারাবাংলা/টিএস

https://www.instagram.com/p/ButSZHxHtY7/

কঙ্গনা রনৌত পাঙ্গা