টিকে থাকার ত্রিশ শতাংশ সুযোগ সোনালির
৮ মার্চ ২০১৯ ১৯:০৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ক্যানসারে আক্রান্ত হওয়ার পর নিজের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছেন সোনালি। পরিবার-বন্ধুদের ছেড়ে চিকিৎসার জন্য নিউইয়র্কে থাকছেন দীর্ঘ দিন। নিজের শহর মুম্বাইতে এসেছিলেন অনেক দিন পর। চিকিৎসার জন্য নিজের প্রিয় চুল কেটে ফেলতে হয়েছে তাকে। কেমোথেরাপির কষ্টও হাসিমুখে সহ্য করেছেন সোনালি।
এত কিছুর পর আবারও নতুন একটি খবর মন ভেঙে দিয়েছে সোনালি বেন্দ্রেসহ সবাইকে। খবরটি দিয়েছে সোনালির নিউ ইয়র্কের চিকিৎসক। খবরটি হলো- টিকে থাকার মাত্র ত্রিশ শতাংশ সুযোগ রয়েছে সোনালির। আর তার শরীরে ক্যানসার রোগটি রয়েছে চতুর্থ ধাপে।
সোনালি তারেএক পোস্টে লিখেছেন, ‘আমি নিউ ইয়র্কে যেতেই যাচ্ছিলাম না। কিন্তু আমার স্বামী নাছোড়বান্দা। মাত্র তিন দিনের মধ্যে গুছিয়ে আমরা রওনা হলাম নিউ ইয়র্কে। সেখানে গিয়ে চিকিৎসকের সঙ্গে দেখা করার পর তিনি যখন বললে যে এখন টিকে থাকার সুযোগ মাত্র ত্রিশ শতাংশ, তখন আমি খুব ভেঙে পরি। তারপরই আমি আমার স্বামীর দিকে তাকাই এবং তাকে ধন্যবাদ জানাই। তাকে বলি তোমাকে ধন্যবাদ যে আমাকে এখানে নিয়ে এসেছো তুমি।’
গত বছর ৪ জুলাই ক্যানসারের খবরটি নিজেই সবাইকে জানিয়েছিলেন সোনালি।
সারাবাংলা/পিএ