Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হলো প্রিয়াঙ্কার ছবির শুটিং


১০ মার্চ ২০১৯ ১৯:২৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। ব্যক্তিগত জীবন এবং হলিউডের কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলেন তিনি। গত তিন বছর বলিউডে কাজই করতে পারেননি প্রিয়াঙ্কা।

বলিউডে শেষ তাকে দেখা গেছে সঞ্জয় লিলা বানসালি পরিচালিত বাজিরাও মাস্তানি সিনেমায়। তিন বছর বিরতির পর বলিউডের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন প্রিয়াঙ্কা। এবার সেই ছবির শুটিংও শেষ করলেন তিনি। সম্প্রতি আন্দামান দ্বীপপুঞ্জে হয়েছে সিনেমার শুটিং। আর সেখানে দৃশ্যধারণের মধ্য দিয়ে শেষ হয়েছে ছবির শুটিং।

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি পরিচালনা করেছেন সোনালী বোস। ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ফারহান আখতারকে। এছাড়াও আছে সিক্রেট সুপারস্টারখ্যাত জায়রা ওয়াসিম।

আয়শা চৌধুরী নামের একজন সাহস যোগানো বক্তার ওপর নির্মিত হয়েছে ছবিটি। যিনি মাত্র ১৩ বছর বয়সে জানতে পারেন তার ‘পলমনারি ফাইব্রোসিস’ নামের একটি রোগ আছে। এই রোগটি নিঃশ্বাস নিতে ভয়ঙ্করভাবে সমস্যা করে। আর এই আয়শা নামের চরিত্রেই অভিনয় করেছেন জায়রা ওয়াসিম। আর তার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা এবং ফারহান আখতার।

সারাবাংলা/পিএ/এসএন

প্রিয়াঙ্কা চোপড়া স্কাই ইজ পিংক