Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উকিল মুন্সি স্মরণে বাউল উৎসব


১১ মার্চ ২০১৯ ১১:৪০

উকিল মুন্সি স্মরণে বাউল উৎসবে গাইবেন মমতাজ ও শফি মন্ডল

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

প্রথিতযশা বাউল সাধক উকিল মুন্সি স্মরণে বাউল উৎসবের আয়োজন করা হয়েছে। ১৫ মার্চ শুক্রবার নেত্রকোণার মোহনগঞ্জের আদর্শনগরে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এই উৎসব হবে। বাউল উৎসবে গাইবেন জনপ্রিয় ফোকশিল্পী মমতাজ, বাউল শফি মন্ডল এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বাউল শিল্পীরা।


আরও পড়ুন :  সৃজিতের ছবিতে নোবেলের প্রথম প্লেব্যাক


১৫ মার্চ সকালে বাউল উৎসবের উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। উদ্বোধনী পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন অধ্যাপক যতীন সরকার। এছাড়া সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার। সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান। দুই পর্বেই সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

উদ্বোধনী ও সমাপনী আলোচনার পর বিকেল চারটা থেকে শুরু হবে মূল আয়োজন বাউল উৎসব।

বিখ্যাত বাউল সাধক উকিল মুন্সি ১৮৮৫ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন। ‘আষাঢ় মাইস্যা ভাসা পানিরে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘লিলুয়া বাতাসে’ উকিল মুন্সির আলোচিত গানগুলোর অন্যতম।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  শেষ হলো প্রিয়াঙ্কার ছবির শুটিং


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

উকিল মুন্সি নেত্রকোণা বাউল উৎসব মমতাজ শফি মন্ডল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর