নোবেলের গান গাওয়া নিয়ে লুকোচুরি গল্প!
১১ মার্চ ২০১৯ ১৪:৪২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
যখন গুঞ্জন রটেছিল
মাস দুয়েক আগের কথা। জানা গেলো, সা রে গা মা পা- তে অংশগ্রহণকারী বাংলাদেশি কণ্ঠশিল্পী নোবেল টালিগঞ্জের ছবিতে প্লেব্যাক করেছেন। তাও আবার সৃজিত মুখার্জীর ছবিতে। ছবির নাম ‘ভিঞ্চি দা’। আর গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন হালের ক্রেজ অনুপম রায়। বিষয়টির সত্যতা জানতে তখন যোগাযোগ করা হয়েছিল নোবেল, সৃজিত ও অনুপম রায়ের সঙ্গে।
তখন এই ত্রয়ী যা বলেছিলেন
সৃজিত মুখার্জীর ছবিতে প্লেব্যাক করা বিষয়ে জানতে চাইলে তখন নোবেল আকাশ থেকে পড়েছিলেন। তাকে কোট করে দেশিয় একটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে জানালেও তিনি তা অস্বীকার করেন। বলেন, ‘আমি কোনো ছবিতে প্লেব্যাক করছি না। মিথ্যা বানোয়াট কথা এসব। যারা নিউজ করেছে এসব নিয়ে তাদের জিজ্ঞেস করুন, কেনো এমন নিউজ প্রকাশ করেছে!’
আরও পড়ুন : এবার ‘ল্যায়লা’ হচ্ছেন আঁখি আলমগীর
নানাভাবে তাকে এ বিষয়ে মুখ খোলাতে চাইলেও তিনি মুখে কুলুপ এঁটে বসে থাকেন। সৃজিত মুখার্জীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার না করলেও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি সেসময়। তিনি জানিয়েছিলেন, ‘আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। নোবেল প্লেব্যাক করেছে কিনা সেটা সময় বলে দেবে।’
অনুপম রায়কে একই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সম্ভাবনার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ‘নোবেলের সঙ্গে গান করার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে সেটা আর করা হয়ে ওঠেনি। তবে হয়তো সামনে হতে পারে। আবার নাও হতে পারে।’
তারা এখন যা বলছেন
এখন বিষয়টি পরিস্কার যে, নোবেল সৃজিত মুখার্জী পরিচালিত ছবিতে গান গেয়েছেন। সদ্য প্রকাশিত গানের ট্রেলারে সেই গানের কিছু অংশ রাখা হয়েছে। যা শুনে এপার বাংলার নোবেল অনুরাগীরা বাহবা দিচ্ছেন তাকে। কিন্তু গুঞ্জন যখন চাউর হয় তখন এড়িয়ে যাওয়ার কারণ কি? উত্তরে অনুপম রায় বলেন, ‘তখন এটা নিয়ে কথা বলার উপযুক্ত সময় ছিল না। অতো আগে থেকে কেউ গানের প্রচার করে না।’
এছাড়া নোবলকে মূল্যায়ন করতে গিয়ে দুই বাংলার এই জনপ্রিয় সংগীতশিল্পী বলেন, ‘সে চমৎকার ছেলে। বয়স কম। গানও ভালো গায়। আমি মনে করি, দুই বাংলা মিলিয়ে সে অনেক কাজ করবে ভবিষ্যতে।’
এদিকে নোবেল বলেন, ‘তখন বিষয়টি নিয়ে মুখ খোলার অনুমতি ছিল না। গান গাওয়ার বিষয়টি নিয়ে নীতিগত কারণে গোপন রাখার জন্য সরাসরি কিছু বলা সম্ভব হয়নি।’
অনুপম রায়ের সঙ্গে প্রথমবারের মতো কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘অনুপম রায়ের সঙ্গে কাজ করে মনে হয়েছে, উনি আমার কলেজের বড় ভাই। অনেক আগের চেনা। গান গাওয়ার ক্ষেত্রে আমাকে তিনি পুরো স্বাধীনতা দিয়েছেন। কাজ করার সময় কোনোভাবে বুঝতে দেননি যে তিনি জাতীয় পুরস্কার পাওয়া শিল্পী। আমাকে সুযোগ দেয়ার জন্য অনুপম রায়ের কাছে চিরকৃতজ্ঞ। আমি যে সুযোগ পেয়েছি সে সুযোগ সবাই পায় না।’
বাংলাদেশের শিল্পী নোবেলের চলচ্চিত্রে প্লেব্যাক নিয়ে লুকোচুরি করার কারণ খোলাসা করলেন ছবির পরিচালক সৃজিত মুখার্জী। তবে তিনিও সুর মেলালেন অনুপম রায় আর নোবেলের সঙ্গে। সৃজিত বলেন, ‘সবকিছুর প্রচারণার নির্দিষ্ট একটি সময় থাকে। আমরা চেয়েছিলাম পুরো বিষয়টি গোপন রাখতে। এই গোপন রাখার উদ্দেশ্য, দুই বাংলার নোবেল ভক্তদের চমকে দেয়া। আগেভাগে জানালে সেই চমকটা থাকত না। ট্রেলারে নোবেলের গান রাখা হয়েছে। এরইমধ্যে দারুণ প্রতিক্রিয়া পাচ্ছি। সময় সুযোগ হলে নোবেলকে নিয়ে আরও কাজ করতে চাই।’
‘ভিঞ্চি দা’ যেমন ছবি
এটি একটি থ্রিলারধর্মী ছবি। পুরো ছবিতে খুন, প্রেম এমনকি শিল্পের ছোঁয়া আছে। ছবিতে ভিঞ্চি দা চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ। এছাড়া সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। তিনি একটা প্যাটার্ন মাথায় রেখে ব্যক্তি নির্বাচন করে খুন করেন। এই ছবিতে বাংলাদেশের নোবেল ‘তোমার মনের ভেতর’ শিরোনামে গান গেয়েছেন। আসছে এপ্রিলে মুক্তি পাবে ছবিটি। তাই নোবেল ভক্তদের একটু অপেক্ষা করতেই হচ্ছে পুরো গানটি শোনার জন্য।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম
আরও পড়ুন :
. উকিল মুন্সি স্মরণে বাউল উৎসব
. সৃজিতের ছবিতে নোবেলের প্রথম প্লেব্যাক
আরও দেখুন :
জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ
অনুপম রায় ঋত্বিক চক্রবর্তী গান ভিঞ্চি দা মাঈনুল হাসান নোবেল রুদ্রনীল সৃজীত মুখার্জী