Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দঙ্গলকে ছাড়িয়ে সিক্রেট সুপারস্টার


২১ জানুয়ারি ২০১৮ ১৬:২৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক

নিজের রেকর্ডটা নিজেই ভাঙলেন আমির। রেকর্ডটি ইনকামের। আমির খান ভেবেচিন্তে ভালোই এক বাজার ধরেছেন। ইনকাম যেখানে একদিনের ব্যাপার! বলিউডি সিনেমার আশ্চর্য সেই বাজারটির নাম চীন।

চীনেই ইনকামের নতুন রেকর্ডটি করেছে আমির অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’। দুই দিনেই আয় করেছে একশ দশ কোটি রুপি। চীনে ভারতীয় কোনো সিনেমার এটি সর্বোচ্চ আয়।

এর আগের রেকর্ডটিও ছিল মিস্টার পারফেকশনিস্টের দখলে। ‘দঙ্গল’ মাত করেছিলো চীনের দর্শকদের। প্রথম দুই দিনে দঙ্গল আয় করে ১০০ কোটি রুপি। ভারতীয় প্রথম ছবি হিসেবে চিনে মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’। ছবিটি ভালো ব্যবসা করে সেখানে। এরপর ‘পিকে’, সেটিও আশা পূরণ করে প্রযোজকের।

গত শুক্রবার (১৯ জানুয়ারি) চীনে মুক্তি পায় ‘সিক্রেট সুপারস্টার’। দেশটির ই-টিকেটিং দু’টি প্রতিষ্ঠান জানাচ্ছে, খুবই ভালো সাড়া ফেলেছে ছবিটি। প্রথম দিনে ৪১ মিলিয়ন ইউয়ান আয়ের টার্গেট ছিলো। সেটি খুব ভালোভাবেই পুরন হয়েছে।

ব্যবসায় এমন উন্নতি দেখে অনেকেই বলছেন, চীনের ঘরের নায়ক হয়ে গেছেন আমির খান!

সারাবাংলা/পিএ/কেবিএন

আমির খান সিক্রেট সুপারস্টার

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর