Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয়ানক দ্বন্দ্বের ইঙ্গিত ‘দাবাং থ্রি’র


২১ জানুয়ারি ২০১৮ ১৭:৩২

এন্টারটেইনমেন্ট ডেস্ক

জীবন নাশের হুমকি কিংবা অস্ত্রের ভয় দেখিয়ে ভাইজানকে আটকে রাখা যাবে না। সম্প্রতি ‘রেস থ্রি’র সেটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় থেমে যাননি সালমান। রেস থ্রি-র শুটিং কিছুদিনের জন্য বন্ধ থাকলেও চলছে অন্যান্য কাজ।

এপ্রিলেই শুরু হবে সালমানের সিক্যুয়াল ‘দাবাং থ্রি’র শুটিং। সিরিজের প্রথম ছবি ‘দাবাং’ মুক্তি পায় ২০১০ সালে, দ্বিতীয়টি ২০১২-তে। ছয় বছর পার হয়ে গেলেও শুটিং শুরু হয়নি তৃতীয় কিস্তির।

সংশ্লিষ্টরা বলছেন, ‘দাবাং থ্রি-র আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে এপ্রিলে। আগের মতো এটিও হবে চুলবুল পান্ডের অ্যাকশনে ভরপুর কাহিনী। কিন্তু এর সঙ্গেই যুক্ত হবে নতুন চমক। সেই খবর পাওয়া যাবে শুটিং শুরু হলে।’

‘দাবাং থ্রি’ মুক্তির পরিকল্পনা চলতি বছরের ডিসেম্বরে। এ কথা শোনার পরেই চোখ বড় হয়ে গেছে অনেকের। অজয় দেবগনের ‘টোটাল ধামাল’, শাহরুখ খানের ‘জিরো’, রণবীর সিংয়ের ‘সিমবা’ ছবিগুলোর মুক্তির কথা ডিসেম্বরেই।

এরমধ্যে ভাইজানের সিনেমা মুক্তি পেলে কী হতে পারে? সেটা ভেবেই অনেকে পড়ে গেছেন চিন্তায়। ফিল্ম ভার্সেস ফিল্ম- এমন বড় ধরণের দ্বন্দ্বের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। এ  অবস্থায় সবাই তাকিয়ে পরিচালকের দিকে। শুটিং করতে নির্ধারিত সময়ের বেশি লাগলেই একমাত্র পেছাতে পারে দাবাং থ্রি-র মুক্তির তারিখ।

সারাবাংলা/পিএ/কেবিএন

দাবাং থ্রি সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর