‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ কোন কোন সুপারহিরো?
১৫ মার্চ ২০১৯ ১৫:০০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
অ্যাভেঞ্জার্স সিরিজটি এখন বিশ্ব চলচ্চিত্রপ্রেমীদের কাছে আকর্ষণীয় এক নাম। বিশেষ করে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পর অ্যাভেঞ্জার্স নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে বহুগুণে। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পর আরেকটি পর্ব নির্মিত হবে, এই আভাস পাওয়া গিয়েছিল ইনফিনিটি ওয়ার পর্বেই।
‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরে নির্মিত হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’। ইনফিনিটি ওয়ারে সমাধান না হওয়া রহস্যের জট খুলবে নতুন পর্বে। কিন্তু প্রশ্ন হলো নতুন পর্বে কোন কোন সুপারহিরো থাকবেন? ইনফিনিটি ওয়ার ছবির শেষে অনেক সুপারহিরোকেই দেখা গেছে ছাই হয়ে উড়ে যেতে। দর্শকরা তাই জানতে চান কোন কোন সুপারহিরো থাকছেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’ ছবিতে!
সেই প্রশ্নের উত্তর দিতে মারভেল স্টুডিও প্রকাশ করেছে ছবির অফিসিয়াল পোস্টার। যে পোস্টারে রয়েছে ছবির সব চরিত্রের ছবি। সেখান থেকে অনুমান করাই যায় কারা থাকছেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’–এ। আর মারভেল স্টুডিওর নিশ্চয়ই আরো অনেক চমক থাকতে পারে ছবিতে। যা পোস্টারে প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি।
‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’–এ থাকছেন আয়রন ম্যান বা টনি স্টার্ক (রবার্ট ডাওনি জুনিয়র)। অ্যাভেঞ্জার্সদের মধ্যে তার ছবিটিই সবচেয়ে বড় করে দেখানো হয়েছে। ছবিতে তার ভূমিকাও সবচেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। আরও আছেন থর (ক্রিস হেমসওয়ার্থ), হাল্ক বা ব্রুস বানার (মার্ক রুফালো)।
সম্প্রতি মুক্তি পাওয়া ক্যাপ্টেন মারভেল যুক্ত হয়েছেন নতুন এই পর্বে। ক্যাপ্টেন মারভেল বা ক্যারল ডেনভার্স (ব্রি লার্সন)- কে অ্যাভেঞ্জার্সদের সঙ্গে দেখা যাবে প্রথমবার।
মারভেলের সুপারহিরোদের মধ্যে তুমুল জনপ্রিয় ব্ল্যাক প্যান্থার। ব্যবসার দিক দিয়ে ছবিটি যেমন এগিয়ে, তেমন চরিত্রটিকেও দর্শকরা পছন্দ করেছে বেশ। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবিতে ব্ল্যাক প্যান্থার মিলিয়ে গেছেন হাওয়ায়। তাই এন্ড গেম ছবিতে নেই ব্ল্যাক প্যান্থার। তবে স্থান পেয়েছেন ব্ল্যাক প্যান্থারের সেনাপতি ‘ওকোয়োই’ (ডানাই গুরিরা)।
ক্যাপ্টেন আমেরিকা বা স্টিভ রজার্স (ক্রিস ইভান্স) তো থাকছেনই। সঙ্গে আরও আছেন ব্ল্যাক ইউডো বা নাতাশা রোম্যানফ (স্কারলেট জনসন), ওয়ার মেশিন বা জেমস রডিস (ডন চিডেল), অ্যান্ট ম্যান বা স্কট ল্যাং (পল রুড), নেবুলা (ক্যারেন গিলান), হাওকি বা ক্লাইন্ট বার্টন (জার্মি রেনার) এবং দেখা যাবে রকেট র্যকন নামের সেই ইঁদুরকে। এই চরিত্রের জন্য কণ্ঠ দেন ব্র্যাডলি কুপার।
আর যার হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে সব অ্যাভেঞ্জার্স এক হয়েছেন তিনি হলেন থানোস। তিনি তো থাকবেনই।
সারাবাংলা/পিএ/আরএসও