Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরবের সুদিন


২২ জানুয়ারি ২০১৮ ১২:১৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ১৯:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

কদিন আগেই ‘গেইম রিটার্নস’ ছবিটি দিয়ে দারুণ প্রসংশিত হয়েছেন নিরব। শেষ করেছেন বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’ ছবির শুটিংও! হাতে আছে নাম ঠিক না হওয়া আরো অন্তত তিনটি সিনেমা। এরই মাঝে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবেও শপথ নিলেন এই অভিনেতা। ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন এই অভিনেতা।

নিরব বলেন, ‘সময় ভালো গেলে কার না ভালো লাগে। বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। এর মাঝে গতকাল শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি। এতে ভালো লাগছে, তবে দায়িত্ব বেড়ে যাওয়ার চাপও অনুভব করছি।’

বিজ্ঞাপন

এদিকে শিল্পী সমিতির সদস্য পদ থেকে অভিনেতা নানা শাহ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে তার জায়গা নেন নিরব। রোববার (২১ জানুয়ারি) বিকেলে শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নিরবকে শপথ বাক্য পাঠ করান সভাপতি মিশা সওদাগর।

নতুন এই দায়িত্ব প্রসঙ্গে নিরব বলেন, ‘সিনেমার জন্য নিজের সেরাটা দিয়ে কাজ করবো। সবার আগে বাংলা সিনেমা, আমাদের সিনেমাকে বাঁচাতে হবে। এর জন্য যা কিছু করার তার সবই করতে চাই আমি।’

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর