কান’র লা ফেব্রিকের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘স্যান্ড সিটি’
১৬ মার্চ ২০১৯ ১৩:৫৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
বাংলাদেশের জন্য দারুণ সম্মান বয়ে আনলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা মেহেদী হাসান। কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মুন্দ’ বিভাগে স্থান করে নিয়েছে তার প্রকল্প ‘স্যান্ড সিটি’। এর আগে এই বিভাগে ২০১৪ সালে কামার আহমাদ সাইমনের প্রকল্প ‘শঙ্খধ্বনি’ নির্বাচিত হয়েছিল। সে হিসেবে মেহেদী হাসান দ্বিতীয় ব্যক্তি যিনি এই সম্মান বয়ে আনলেন।
কানে প্রকল্প নির্বাচিত হওয়ায় মেহেদী হাসান সারাবাংলাকে বলেন, ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মুন্দ বিভাগে সারাবিশ্বের তরুণ নির্মাতাদের কাছ থেকে প্রকল্প আহ্বান করা হয়। সেখান থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ১০টি প্রকল্প বাছাই করা হয়। এবার আমার প্রকল্পটি জায়গা করে নিয়েছে। এছাড়া আর্জেন্টিনা, ব্রাজিল, বুরকিনা ফাসো, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, রুয়ান্ডা ও তিউনিসিয়ার তরুণ নির্মাতাদের চলচ্চিত্র প্রকল্প এ বিভাগে জায়গা করে নিয়েছে।’
যারা প্রথম বা দ্বিতীয় ফিচার চলচ্চিত্র নির্মাণ করছেন, তারাই পান এই বিভাগে অংশগ্রহণের সুযোগ। এমনটাই জানিয়েছেন পরিচালক।
‘স্যান্ড সিটি’ গল্প সম্পর্কে তিনি বলেন, ‘এটা আমদের ঢাকা শহরের গল্প। ঢাকা শহরে সবাই স্ট্রাগল করে। আমি, আপনি সবাই। এই স্ট্রাগলের গল্পটি তিনটি চরিত্রের মাধ্যমে তুলে ধরা হবে।’
দশ দিনের এই আয়োজনে নির্মাতারা প্রকল্প বাস্তবায়নের নানারকম দিকনির্দেশনা পেয়ে থাকেন। শুধু তাই নয় তারা প্রযোজক ও বিখ্যাত একজন চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধায়নে ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। আসছে মে মাসে বসছে কান চলচ্চিত্রের ৭২তম আসর। আয়োজন চলবে ১৪ মে থেকে ২৫ মে।
সারাবাংলা /আরএসও/পিএ/পিএম
মেহেদী হাসান লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মুন্দ স্যান্ড সিটি