Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌথ প্রযোজনায় মঞ্চনাটক ‘জলকুমারী’


১৮ মার্চ ২০১৯ ১৭:৪৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশের নাটকের দল মেঠোপথ থিয়েটার। ২০১৭ সালের ২ জুন এই দলের প্রতিষ্ঠা। ‘অতঃপর মাধো’ নাটকের মধ্য দিয়ে মঞ্চে আসে মেঠোপথ থিয়েটার। অন্যদিকে ভারতের হুগলী জেলার নাটকের দল ‘সহজপাঠ থিয়েটার’।

এই দুই দলের অংশগ্রহণে নির্মিত হয়েছে নাটক ‘জলকুমারী’। দুই দলের শিল্পীরা এক হয়ে নাটকের প্রদর্শনী করার সিদ্ধান্ত নিয়েছে। গত ৭ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে হয়েছে এই নাটকের টেকনিক্যাল ও ইনডোর শো।

ভারতের হুগলী জেলায় এই নাটকের প্রথম প্রদর্শনী হয় ১৪ জানুয়ারি। দুই দেশের ১০ জন শিল্পী এই নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশেও হতে যাচ্ছে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। আজ সোমবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের উদ্বোধনী শো।

‘জলকুমারী’ নাটকের রচনা এবং নির্দেশনায় আছেন বাংলাদেশের নির্দেশক দেবাশীষ ঘোষ। কাজটি করতে প্রতিনিয়ত উৎসাহ দিয়েছেন বিশিষ্ট নাট্য গবেষক আশিস গোস্বামী। এই নাটকের মধ্য দিয়ে দুই বাংলার মানুষের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা। কাঁটাতারের বেড়ার ভেঙ্গে দুই বাংলার মানুষকে একত্রিত করার প্রয়াস এই নাটক।

সারাবাংলা/পিএ

জলকুমারী মঞ্চনাটক যৌথ প্রযোজনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর