Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পার ঘর কি ভাঙছে?


১৯ মার্চ ২০১৯ ১৬:০১ | আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১৬:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গতকাল থেকে ভারতীয় গণমাধ্যমে লেখা হচ্ছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বিচ্ছেদের খবর। শোনা যাচ্ছে, এ বছরেই স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবে তার। শেষ হয়ে যাবে এই জুটির দশ বছরের সংসার।

খবরটি কি আসলেই সত্যি?

না, শিল্পার সংসার ভাঙ্গার খবরটি মোটেও সত্য নয়। এই মিথ্যে খবরটি ছড়িয়েছেন ‘লাইফ ইন আ মেট্রো’ ছবির পরিচালক অনুরাগ বসু। সুপার ড্যান্সারের সেটে শিল্পার ফোন নিয়ে তার মা সুনন্দা শেঠিকে একটা টেক্সট করেন অনুরাগ। যেখানে লেখা ছিল- শিল্পা রাজ কুন্দ্রাকে ডিভোর্স দিতে চলেছেন। কিন্তু শিল্পা ঘটনাটি সম্পর্কে একেবারেই কিছু জানতেন না।


আরও পড়ুন :  চূড়ান্ত হলেন সালমান-আলিয়া


পরে গীতা কাপুর শিল্পাকে বলেন অনুরাগ কী কাণ্ড ঘটিয়েছেন! সঙ্গে সঙ্গে অনুরাগের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে শিল্পা তার মাকে মূল ঘটনাটি জানিয়ে দেন। বলেন- চিন্তা না করতে। এর আগে শিল্পার বোন শমিতাকেও টেক্সট করে অনুরাগ বলেছিলেন তার বোন নাকি আবার মা হতে চলেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৯ সালে শিল্পা শেঠির সঙ্গে রাজ কুন্দ্রার বিয়ে হয়।

সারাবাংলা/টিএস/পিএ


আরও পড়ুন :

.   জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ, নিষেধাজ্ঞার আবেদন করলো দুদক

.   গুঞ্জন নিয়ে যা বললেন তারা

.   হলিউডের শীর্ষ প্রভাবশালীর তালিকায় প্রিয়াংকা


অনুরাগ বসু রাজ কুন্দ্রা শিল্পা শেঠি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর