Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখ পেলেন ক্রিস্টাল এওয়ার্ড


২৩ জানুয়ারি ২০১৮ ১২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল এওয়ার্ড পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সোমবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৮তম বার্ষিক সভার পর অনুষ্ঠিত হয় ক্রিস্টাল এওয়ার্ড সিরোমনি।

ক্রিস্টাল এওয়ার্ডের ২৪তম আসরে খানের হাতে পুরস্কার তুলে দেন শোয়াব ফাউন্ডেশনের চেয়ারপারসন হিলদে শোয়াব। শাহরুখ খানের সঙ্গে এই পুরস্কার আরো পেয়েছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্লানচেট ও ইংলিশ কণ্ঠশিল্পী স্যার এলটন জন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দেয়া ক্রিস্টাল এওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল আগেই। সোমবার (২২ জানুয়ারি) বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো পদক। অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি সত্যি খুব সম্মানিত। দুজন অসাধারণ মানুষ ও ব্যক্তিত্ব কেট ব্লানচেট ও স্যার এলটন জনের সান্নিদ্ধ আমাকে আরো অনুপ্রাণিত করেছে।’

বিজ্ঞাপন

খান এই পুরস্কার পেয়েছেন তার সামাজিক কর্মকান্ডের জন্য। শাহরুখ তার অলাভজনক প্রতিষ্ঠান মীর ফাউন্ডেশন পিছিয়ে পরা নারীদের আইনি সহায়তা, কারিগরি শিক্ষা, পূণর্বাসন করে থাকে। এসিড দগ্ধ নারীদের চিকিৎসাও করা হয় মীর ফাউন্ডেশন থেকে।

সারাবাংলা/পিএ

ক্রিস্টাল এওয়ার্ড শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর