স্বাধীনতা দিবস পালনে ব্রুনাই যাচ্ছে সৃষ্টি কালচারাল সেন্টার
২৪ মার্চ ২০১৯ ১৪:৪৭
আসছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে ব্রুনাই যাচ্ছে সৃষ্টি কালচারাল সেন্টার। ব্রুনাইয়ের মান্যবর হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসাইনের আমন্ত্রণে আজ (২৪ মার্চ) ঢাকা ছাড়বে ১৫ সদস্যের সৃষ্টি টিম।
বাংলাদেশ হাইকমিশন, ব্রুনাই আয়োজিত ৩টি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তারা। আগামী ২৭ মার্চ বিকেলে বন্দর সেরি বেগওয়ানের ইমপায়ার হোটেলে প্রথম এবং ২৯ মার্চ একই স্থানে দ্বিতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে দলটি। তৃতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৩০ মার্চ বিকেলে ব্রুনাইয়ের কুয়ালা বিলাইট শহরে।
১৫ সদস্যের দলে নেতৃত্ব দেবেন বিশিষ্ট নৃত্য পরিচালক আনিসুল ইসলাম হিরু। দলে আরও আছেন নন্দিত অভিনেত্রী সোহানা সাবা, আশনা হাবিব ভাবনা, তামিম, কাজল, মিলন, হৃদিকা সেবা, তুলি, প্রান্তিক। এছাড়াও দলে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শমনুর মনির কোনাল এবং স্বপ্নীল সজীব।
সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে ব্রুনাই সরকারের মন্ত্রী, সেখানে অবস্থানকারী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্তকর্তা, বাংলাদেশি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সারাবাংলা/পিএ