আমন্ত্রণ পেয়ে ভারত যাচ্ছে ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’
২৪ মার্চ ২০১৯ ১৪:৫২
ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ও ইন্ডিয়ান মাইম থিয়েটার- এর আমন্ত্রণে ভারত যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। সংগঠনটিকে সহযোগিতা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিশ্বের অন্যতম সম্মানজনক মূকাভিনয় উৎসবে যোগ দিতে রওনা হয়েছেন মাইম অ্যাকশনের ৬ সদস্যের টিম। ২৪ মার্চ থেকে শুরু হয়েছে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল’ নামের এ উৎসবটি। কোলকাতার সল্ট লেকে উৎসব চলবে ৩০ মার্চ পর্যন্ত।
৭ দিনব্যাপী এই উৎসবে অংশ নিচ্ছে জার্মানি, জাপান, শ্রীলঙ্কা , মেক্সিকো, নেপাল এবং বাংলাদেশসহ ভারতের বাছাই করা বেশ কয়েকটি দল।
উৎসবে প্রদর্শিত হবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের তিনটি প্রযোজনা। সেগুলো হলো- ‘হ্যাশট্যাগ মি-টু’, ‘অস্বীকৃতি’ এবং ‘জীবন যেখানে যেমন’। প্রায় ৪০ মিনিটের এ প্রদর্শনীতে ফুটে উঠবে সমসাময়িক বিশ্বের জীবন বাস্তবতা। প্রযোজনাগুলোর গল্প ভাবনা ও নির্দেশনা করেছেন শাহরিয়ার শাওন এবং সংগঠনটির পরিচালক মীর লোকমান।
প্রাচীন ও শক্তিশালী শিল্প মাধ্যমগুলোর অন্যতম মূকাভিনয়। এই শিল্পকে সারাদেশে প্রতিষ্ঠিত ও বিকশিত করার প্রত্যয় নিয়েই গড়ে উঠেছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।
সারাবাংলা/পিএ