Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধ পূর্ববর্তী সময়ের গল্প ‘শিকার’


২৫ মার্চ ২০১৯ ১৫:২৮

মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বিভিন্ন আয়োজন থাকছে ছোট পর্দায়। এর মধ্যে নাটকের সংখ্যা সবচেয়ে বেশি। এই নাটকের ভিড়ে একটি হলো ‘শিকার’।

নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুম শাহরিয়ার। একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নাটকটির গল্প রচনা করেছেন মো: জামাল হোসেন।


আরও পড়ুন :  প্রকাশ পেলো ‘সার্ভাইভিং ৭১’ এর টিজার


এর কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া ও ইরফান সাজ্জাদ। এছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শর্মিলী আহমেদ, পাভেল ইসলামসহ অনেকে।

নির্মাতা মাসুম শাহরিয়ার জানান, নাটকটির গল্পটা যুদ্ধের না। এটি যুদ্ধ পূর্ববর্তী সময়ে একটা জনপদের গল্প। মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে শিকার।

গ্রামীণ সংস্কারের ভেতর দিয়ে বেড়ে ওঠা একজন মেধাবী তরুণের অকস্মাৎ উন্মাদ হয়ে যাবার কাহিনী থাকছে নাটকে। গল্পে কোথাও কোন যুদ্ধ নাই, অথচ গল্পের শেষে রক্তক্ষরণ আছে। একসময় মানবিক বোধে স্পষ্ট হয়ে ওঠে যুদ্ধের অনিবার্যতা।

বিশেষ এই নাটকটি ২৬ মার্চ রাত ৮টায়  বেসরকারি টেলিভিশন চ্যনেল আরটিভিতে প্রচার হবে।

সারাবাংলা/পিএ/আরএসও


আরও পড়ুন :

.   এসিড ঝলসানো মুখে দীপিকার হাসি

.   রোশানের ‘ড্রিমগার্ল’ অধরা

.   আসলেই কি ঐশ্বরিয়া…?


ইরফান সাজ্জাদ নাটক শবনম ফারিয়া শিকার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর