ভারতজুড়ে চলবে ‘পদ্মাবত’: সুপ্রিম কোর্ট
২৩ জানুয়ারি ২০১৮ ১৬:৪৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘পদ্মাবত’। তবে কলকাতায় বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকেই ছবিটি দেখতে পাবেন দর্শকরা।
সিনেমাটির মুক্তি বন্ধে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজপুত জাতি-গোষ্ঠি ও কারনি সেনা। তাণ্ডব তো চলছেই, বৃহস্পতিবার হরতাল ডেকেছে তারা। এমনকী আত্মহত্যার হুমকি দিয়েছে রাজপুত নারীরা।
এত সব জটিলতার মধ্যে একমাত্র সম্বল ভারতীয় সুপ্রিম কোর্ট। সব প্রদেশে সিনেমাটি প্রদর্শনের আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, ‘সব রাজ্য সরকারকে পদ্মাবত-এর মুক্তির ব্যবস্থা করতেই হবে। আইনশৃঙ্খলার দোহাই দিয়ে যারা ছবির মুক্তি আটকাতে চাইছেন, তাদের প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলাটাই কাম্য। আপনারা দর্শককে ছবি না দেখার অনুরোধ করতে পারেন। আদালতের নির্দেশ পালন করাটা সরকারের কর্তব্য।’
এর আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং হরিয়ানায় সিনেমাটি নিষিদ্ধ করা হয়। কিন্ত গত ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে নিষিদ্ধ আদেশ তুলে নিতে বাধ্য হন স্থানীয় সরকার।
ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘আমরা কোনো নির্দেশ দিলে সেটা সকলের মেনে চলাটাই কাম্য। সেন্সর বোর্ডের অনুমতি পাওয়ার পর একটি ছবির প্রদর্শনী রাজ্য কখনই বন্ধ কতে পারে না।’
সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘পদ্মাবত’ ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, শাহীদ কাপুর, রণবীর সিংসহ অনেকে।
সারাবাংলা/পিএ