‘গ্রামের নাম সুবর্ণপুর’
২৭ মার্চ ২০১৯ ১৫:২৬
চ্যানেল আইতে শুরু হতে যাচ্ছে সামাজিক সচেতনতামূলক নাটক ‘গ্রামের নাম সুবর্ণপুর’। মাতৃত্বকালীন সেবা, মা ও শিশু পরিচর্যা, বাল্যবিবাহ রোধসহ সরকারের জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হবে নাটকটিতে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিবেদিত ধারাবহিক নাটকটি ২৮ মার্চ থেকে সপ্তাহের প্রতিদিন চ্যানেল আই-এ প্রচারিত হবে।
আরও পড়ুন : দীর্ঘ বিরতির পর আবারও মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি
৪০ পর্বে এ সিরিজটি প্রতিদিন প্রচারিত হবে সন্ধ্যা বিকেল ৫.৩০ মিনিটে। শুধুমাত্র ২৮ মার্চের প্রথম পর্বটি প্রচার হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
২৬ মার্চ চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে আইইএম ইউনিট পরিচালক ও আইইসি পরিচালক যুগ্ম সচিব আশরাফুরন্নেছা এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন এক্সপ্রেশানস লিমিটেড-এর হেড অব ক্রিয়েটিভ অ্যান্ড সোশ্যাল অভিনেত্রী ত্রপা মজুমদার, চ্যানেল আই-এর জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম) আমীরুল ইসলাম ও নির্মাতা বাশার জর্জিস।
আরো উপস্থিত ছিলেন নাটকের অভিনয়শিল্পী এস এম মহসীন, শিরিন আলম, জ্যোতিকা জ্যোতি, সমাপ্তী মাশুক, সাইকা আহমেদ-সহ নাটকের কলাকুশলীবৃন্দ। নাটকটিতে আরো অভিনয় করেছেন শবনম ফারিয়া, খায়রুল আলম টিপু, মুকুল সিরাজ, শারমিন আঁখি, নিশাত প্রিয়ম, সিজান, মনীষা সিকদার।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. অবশেষে আলোর মুখ দেখার পথে ‘নতুন মুখের সন্ধানে’
. ফেলুদার হলিউড যাত্রা
এস এম মহসীন গ্রামের নাম সুবর্ণপুর জ্যোতিকা জ্যোতি নাটক শিরিন আলম সমাপ্তী মাশুক