Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে শাকিব-বুবলি’র সুপারহিরো


২৩ জানুয়ারি ২০১৮ ১৮:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

নায়ক ও পরিচালক জুটির দ্বিতীয় সিনেমা সুপারহিরো। আর এই জুটির নায়ক, দেশের সুপারস্টার শাকিব খান, আর পরিচালক হলেন আশিকুর রহমান। এই জুটি এবার কাজ করবে ‘সুপারহিরো’ সিনেমায়।

সিনেমায় নায়ক-পরিচালক জুটির চেয়ে আকর্ষণীয় নায়ক-নায়িকা জুটি। এই জুটিতে শাকিব খানের সঙ্গে আছেন শবনম বুবলি। দুজনেই পৌছে গেছেন অস্ট্রেলিয়ায়। সেখানেই হবে সিনেমার অধিকাংশ অংশের শুটিং।

সিনেমার নাম ‘সুপারহিরো’, কিন্তু এর ঘটনা সম্পূর্ণ নায়ক কেন্দীক নয়। মূলত বাবা ও সন্তানের সম্পর্ক নিয়েই গড়ে উঠেছে সিনেমার কাহিনী। সিনেমাটি প্রযোজনা করছে হার্টবিট প্রডাকশন।

বিজ্ঞাপন

এর আগে ‘অপারেশন অগ্নিপথ’ নামের সিনেমায় শাকিব খানকে নিয়ে আশিকুর রহমান। অস্ট্রেলিয়ায় বেশ কিছু অংশের শুটিং হয়ে গেছে সিনেমার। কিন্তু ছবিটির শুটিং দেশে করতে এসে আটকে গেছেন পরিচালক। নানা জটিলতায় এখনো শেষ হয়নি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং।

‘সুপারহিরো’ সিনেমার কাজ করতে শাকিব খান এখন অস্ট্রেলিয়ায়। এই সুযোগ নিতে পারেন পরিচালক। করে ফেলতে পারেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার বাকি অংশের শুটিং।

সারাবাংলা/পিএ

আশিকুর রহমান বুবলি শাকিব খান সুপারহিরো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর