Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নব্বইতম অস্কারের মনোনয়ন ঘোষণা


২৩ জানুয়ারি ২০১৮ ২১:৫৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ১২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

নব্বইতম অস্কারের মনোনয়ন ঘোষণা করেছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বরাবরের মতো ২৪ টি বিভাগেই দেয়া হবে পুরস্কার।

এবারের আসরে ‘দ্য শেপ অব ওয়াটার’ পেয়েছে সর্বাধিক ১৩টি মনোনয়ন। আটটি বিভাগে মনোনয়ন পেয়ে ‘ডানকার্ক’ সিনেমার অবস্থান দ্বিতীয়। আর ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’র ঘরে এসেছে সাতটি মনোনয়ন।

সেরা সিনেমার তালিকায় রয়েছে ‘কল মি বাই ইয়োর নেম’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘ডানকার্ক’, ‘গেট আউট’, ‘লেডি বার্ড’, ‘ফ্যানটম থ্রেড’, ‘দ্য পোস্ট’, ‘দ্য শেপ অফ ওয়াটার’, ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিজৌরি’।

অভিনেতাদের মধ্যে প্রতিযোগিতা করবেন ‘তিমথি চ্যালামেট’, ‘ডেনিয়েল ডে লুইস’, ‘ডেনিয়েল কেলুয়া’, ‘গ্যারি ওল্ডম্যান’, ‘ডেনজেল অয়াশিংটন’ ।

বিজ্ঞাপন

স্যালি হকিন্স (দ্য শেপ অব ওয়াটার), ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), মার্গট রবি (আই, টনিয়া), সারশা রোনান (লেডি বার্ড), মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট) মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী বিভাগে।

বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে চিলির- ‘অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান’, লেবাননের- ‘দ্য ইনসাল্ট’, রাশিয়ার- ‘লাভলেস’, হাঙ্গেরির- ‘অন বডি অ্যান্ড সৌল’, সুইডেনের- ‘দ্য স্কয়ার’ সিনেমা। চার মার্চ হলিউডে হবে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন খ্রিস্টোফার নোলান (ডানকার্ক), জর্ডান পিলি (গেট আউট), গ্রেটা গ্রাফিক্স (লেডি বার্ড), পল থমাস এন্ডার্সন (ফ্যানটম থ্রেড), গিলার্মো দেল তেরো (দ্য শেপ অফ ওয়াটার)।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর