বগুড়া: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশীদ আলম। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর ঝোঁপগাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন খুরশীদ আলম ও সহযাত্রীরা। তাদের বহনকারী প্রাইভেটকারটিকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই প্রাইভেটকারের চালক এবং শিল্পীর সহযাত্রী খোকন নামে এক ব্যবসায়ীও আহত হন।
আরও পড়ুন : দ্বৈত চরিত্রে জাহ্নবি
শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল আজিজ মণ্ডল জানান, রাত তিনটার কিছুক্ষণ পর স্থানীয়রা উদ্ধার করে খুরশীদ আলমকে হাসপাতালে আনেন।হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার পর তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকালে শজিমেক হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত কুমার সরকার আহত শিল্পীর চিকিৎসা শুরু করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ওই দুর্ঘটনায় খুরশীদ আলম মাথায় আঘাত পেয়েছেন। এছাড়াও তার কয়েকটি দাঁত ভেঙে গেছে। তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন বলেও উল্লেখ করেন এই চিকিৎসক।
জানা গেছে, বগুড়াস্থ জয়পুরহাট কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে খুরশীদ আলমকে সম্মাননা প্রদান ও ভ্রাতৃত্ব মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে বগুড়া শহরতলীর নওদাপাড়া এলাকায় মম–ইন নামে তারকাখচিত হোটেলে আসেন। অনুষ্ঠান শেষে সেখানেই তার রাত্রীযাপনের কথা ছিল।
জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের সদস্যরা জানান, রাত দেড়টার দিকে তিনি তার পূর্বপরিচিত ব্যবসায়ী খোকনের প্রাইভেটকারে করে শহরে যান। শহরে ঘোরাফেরা শেষে মহাসড়ক হয়ে তারা হোটেলে ফিরছিলেন। পথের মধ্যে ঝোঁপগাড়ি এলাকায় দ্রুতগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।
সারাবাংলা/আহোমি/আরএসও/পিএম