Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেরিল্যান্ডে প্রদর্শিত হলো ফাগুন হাওয়ায়


৩ এপ্রিল ২০১৯ ১৩:১১ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ১৩:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্প্রতি মেরিল্যান্ডে হয়ে গেল ফাগুন হওয়ায় ছবির প্রদর্শনী। হয়েটস সিনেমায় ২১ মার্চ বিকাল ৫টায় হয় এই প্রদর্শনী। আয়োজন করেন প্রবাসী দীন খালেদ এবং সুলতানা মাহমুদ।

এটি ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং ডিসি এলাকার একমাত্র প্রদর্শনী ছিল। প্রদর্শনীতে প্রচুর দর্শক সমাগম হয়। সিনেমাটিকে কেন্দ্র করে সেখানে থাকা বাংলাদেশীদের মধ্যে তৈরি হয় বাড়তি উত্তেজনা।

‘ফাগুন হাওয়ায়’ প্রদর্শন উপলক্ষে বাংলাদেশিরা অনেক দূর থেকে বন্ধু ও পরিবারসহ একত্রিত হন এবং সিনেমাটি উপভোগ করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এই অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানের প্রধান আয়োজক দীন খালেদ বলেন, ‘এখন পর্যন্ত ফাগুন হাওয়া সম্পর্কে পাওয়া প্রতিক্রিয়া অত্যন্ত ভালো। আগামী এপ্রিলের ২৮ তারিখ ‘‘যদি একদিন’’ নামের আরো একটি বাংলা সিনেমার প্রদর্শনী হতে যাচ্ছে।’

বিজ্ঞাপন

দীন আরও জানান যেহেতু এই প্রদর্শনীর কোন বাণিজ্যিক উদ্দেশ্য নেই তাই এর আয়ের একটি বড় অংশ আগামী ফাউন্ডেশন নামক একটি আমেরিকাভিত্তিক অলাভজনক চ্যারিটি সংস্থায় দেয়া হবে।

সারাবাংলা/পিএ/পিএম

ফাগুন হাওয়ায় মেরিল্যান্ড