Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে সিনেপ্লেক্স বানানোর ঘোষণা দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী


৪ এপ্রিল ২০১৯ ১৩:০৭

‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপার’ শীর্ষক সেমিনারে অতিথিবৃন্দ। ছবি: আশীষ সেনগুপ্ত

চলচ্চিত্রের মন্দাভাব দূর করতে সারাদেশে সিনেপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ক্রমাগত দাবির মুখে সরকারও সিনেপ্লেক্সের বিষয়টি অনুধাবন করছে। সেকারণেই সারাদেশে ১০০টি সিনেপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৩ এপ্রিল) চলচ্চিত্র দিবসের সেমিনারে এ ঘোষণা দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায়ে সংস্কৃতিচর্চা ও প্রসারের লক্ষ্যে দেশের সব উপজেলায় মাল্টিপারপাস কালচারাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর আওতায় প্রথম পর্যায়ে শিগগিরই দেশের ১০০টি উপজেলায় এটি বাস্তবায়ন হবে।’

বিজ্ঞাপন

এছাড়া দেশের প্রতিটি উপজেলায় নির্মিতব্য এই মাল্টিপারপাস কালচারাল কমপ্লেক্সে ৪০০–৫০০ আসনের একটি মিলনায়তন, একটি মুক্তমঞ্চ ও একটি আধুনিক সিনেপ্লেক্স থাকবে বলে জানান তিনি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যাবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ, চলচ্চিত্র পরিচালক সমিতিরি সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, রোকেয়া প্রাচী।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মতিন রহমান। এবারের সেমিনারের বিষয়বস্তু ছিল- ‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায়’।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

কে এম খালিদ চলচ্চিত্র দিবস সিনেপ্লেক্স সেমিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর