Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার বিকেল: সিদ্ধান্তে আসতে পারেনি আপিল কমিটি


৪ এপ্রিল ২০১৯ ১৮:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তফা সরয়ার ফারকীর ‘শনিবার বিকেল’ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে– এমন আশঙ্কায় ছবিটির সেন্সর ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। এই সিদ্ধান্তের পর ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া গত ১৮ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়ে আপিল করে।

তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সেন্সর আপিল কমিটি দুপুর ২টায় ছবিটি দেখে। দেখার পর ছবির সেন্সর ছাড়পত্রের বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পরেনি কমিটি। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর।

নিজামুল কবীর বলেন, ‘আমরা আপিল কমিটির সদস্যরা ছবিটি দেখেছি। তবে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। সিদ্ধান্ত নিতে কয়েক দিন সময় লাগবে। কবে নাগাদ সিদ্ধান্ত জানাতে পারব সেটা বলতে পারিছি না!’

বিজ্ঞাপন

সেন্সর আপিল কমিটির সদস্যরা হলেন অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, মন্ত্রী পরিষদ সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সালাউদ্দিন বাদল, অভিনেত্রী লাকী ইনাম, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর।

এদিকে ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘শনিবার বিকেল’।

হলি আর্টিজনে জঙ্গী হামলার ওপর ভিত্তি করে নির্মিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন। এতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের অভিনয়শিল্পী। তাদের মধ্যে রয়েছেন প্যালেস্টাইনের ইয়াদ হুরানি, পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া বাংলাদেশ থেকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকেরসহ আরও অনেকে।

সারাবাংলা/আরএসও/

আপিল কমিটি মোস্তফা সরয়ার ফারুকী শনিবার বিকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর