Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলি সামাদ আর নেই


৬ এপ্রিল ২০১৯ ১৪:৩৫ | আপডেট: ৬ এপ্রিল ২০১৯ ২২:০২

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ (ইন্নালিল্লাহে… রাজিউন)। শনিবার (৬ এপ্রিল) বেলা ২টায় রাজধানীর স্কয়ার হাসপতালে মারা যান তিনি। গতকাল রাত থেকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

স্কয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল গভীর রাতে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। তিনি ডা. প্রতীক দেওয়ানের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বাংলা চলচ্চিত্রের বরেণ্য এই অভিনেতা। সবশেষ গেলো বছরের ডিসেম্বরে বুকে সমস্যা নিয়ে স্কয়ার হাসপাতালে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর চলতি বছরের জানুয়ারিতে  দীর্ঘ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের তার বাইপাস সার্জারি হয়।

১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয় টেলি সামাদের। ‘নয়নমণি’ ও ‘পায়ে চলার পথ’ ছবিতে তার অভিনয় দারুণভাবে জনপ্রিয়তা পেলে টেলি সামাদের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। ‘মনা পাগলা’ ছবিতে সঙ্গীত পরিচালনার পাশাপাশি ৫০টির মত চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। চার দশকের অভিনয় জীবনে প্রায় ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার সর্বশেষ অভিনীত ছবি ছিল ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জিরো ডিগ্রি’।

১৯৪৫ সালের ৮ জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন এই অভিনয়শিল্পী। তার মূল নাম ছিল আবদুস সামাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকলা বিভাগে পড়াশোনা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম/আরএসও

অভিনেতা টেলি সামাদ মৃত্যু স্কয়ার হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর