Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবনীতা’র ‘রূপ দেখিলাম রে’


৭ এপ্রিল ২০১৯ ১৩:২১ | আপডেট: ৭ এপ্রিল ২০১৯ ১৩:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিভিশন টক-শোর সঞ্চালক হিসেবে সুনাম কুড়িয়েছেন নবনীতা চৌধুরী। তবে তিনি যে শুধু এই কাজটিতেই পটু তা কিন্তু না। সংগীতে রয়েছে তার দখল ও সুপ্ত অনুরাগ।

আর সেই টানের কারণেই প্রকাশ পেয়েছে নবনীতা চৌধুরীর গাওয়া নতুন গান ‘রূপ দেখিলাম রে’। হাছন রাজার গান এটি। শনিবার (৬ এপ্রিল) প্রকাশ পেয়েছে গানটির মিউজিক ভিডিও। প্রকাশ পেয়েছে জি-সিরিজের ব্যানারে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ তারেক।

এ উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঘরোয়া আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ, মুন্নি সাহা, ফেরদৌস বাপ্পীসহ অনেকে।

বিজ্ঞাপন

নবনীতা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ছোট বেলায় রবীন্দ্রসংগীতে হাতেখড়ি হয়েছে। কিন্তু কৈশোরে লোকগানের প্রতি আমার আগ্রহ তৈরি হয়। গানগুলো করার পরিকল্পনা অনেক দিনের। এখন তা বাস্তবায়ন হচ্ছে। আমি অনেক ভাগ্যবান। আমার চারপাশে অনেক ভালো মানুষ আছেন বলেই এটা সম্ভব হয়েছে। আমরা যে আনন্দে গানগুলো করেছি, আশাকরছি শ্রোতারা গানগুলো শুনে সেই আনন্দ-ভালো লাগা অনুভব করতে পারবেন।’

‘রূপ দেখিলাম রে’ গানটি থাকবে নবনীতার নতুন অ্যালবাম ‘আহারে সোনালী বন্ধু’ অ্যালবামে। এটি বাজারে আসবে রোজার ঈদে। এই অ্যালবামের ‘আহারে সোনালী বন্ধু’ গানটিরও মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে গত বছরের আগস্ট মাসে।

অ্যালবামটিতে হাছন রাজার গান ছাড়াও আছে রাধা রমনের গান। রবীন্দ্রসংগীত ও লালনের গানও থাকছে অ্যালবামে। গানগুলোর সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব।

সারাবাংলা/পিএ/পিএম

অ্যালবাম গান নবনীতা চৌধুরী রূপ দেখিলাম রে হাসন রাজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর