Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিরনিদ্রায় শায়িত টেলি সামাদ


৭ এপ্রিল ২০১৯ ২০:০৯

অভিনেতা টেলি সামাদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৭ এপ্রিল) বিকাল ৫টা ৪০ মিনিটে মুন্সীগঞ্জের নয়াগাঁওয়ে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

এর আগে, সকালে এফডিসিতে নামাজে জানাজা ও শ্রদ্ধা নিবেদন করেন চলচ্চিত্রের মানুষেরা। সেখান থেকে টেলি সামাদের মরদেহ নিয়ে বেলা ১২টার পর মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা। বেলা তিনটার দিকে এলাকায় পৌঁছান তারা।

বিজ্ঞাপন

সেখানে ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আবারও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। টেলি সামাদের প্রতি শ্রদ্ধা জানাতে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ।

১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় টেলি সামাদের। ‘নয়নমণি’ ও ‘পায়ে চলার পথ’ ছবিতে তার অভিনয় দারুণভাবে জনপ্রিয়তা পেলে তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে। ‘মনা পাগলা’ ছবিতে সঙ্গীত পরিচালনার পাশাপাশি ৫০টির মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। চার দশকের অভিনয় জীবনে ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার সর্বশেষ অভিনীত ছবি ছিল ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জিরো ডিগ্রি’।

১৯৪৫ সালের ৮ জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন এই অভিনয়শিল্পী। তার মূল নাম আবদুস সামাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকলা বিভাগে পড়াশোনা করেন।

সারাবাংলা/পিএ

অভিনেতা টেলি সামাদ দাফন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর