সিয়াম ও ঐশী। দুজনেই ব্যস্ত সিনেমায়। দুজনেই ভিন্ন ভিন্ন ছবিতে অভিনয় করছেন। তবে এবার প্রথম একসঙ্গে অভিনয় করলেন সময়ের জনপ্রিয় এই দুই তারকা। তবে কোনো সিনেমায় নয়, মিউজিক ভিডিওতে।
এসময়ের কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। আসছে বৈশাখে পূজা তার ভক্তদের জন্য নিয়ে আসছেন নতুন গান ‘দোতারা’। নতুন এই গানের মিউজিক ভিডিওতেই দেখা যাবে সিয়াম-ঐশীকে।

কণ্ঠশিল্পী বাঁধন ও তার গানের মডেল সিয়াম এবং ঐশী
সিয়াম এর আগেও কাজ করেছেন মিউজিক ভিডিওতে। তবে ঐশীর সঙ্গে এটাই প্রথম। উৎসব আয়োজনের রঙ-ঢং ও আনন্দ মিশিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন তামিম রহমান অংশু।
শ্রাবণ সাব্বিরের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বিবেক মজুমদার। নতুন গান ‘দোতারা’ নিয়ে উচ্ছ্বাসিত পূজা জানালেন- ‘ভিন্নধর্মী কথা ও সুরের একটি গান ‘দোতারা’। সচরাচর এই ধরনের গান গাওয়া হয় না। গানটিতে কণ্ঠ দিয়ে ভালো লেগেছে। গানটির ভিডিও নির্মিত হয়েছে দারুণ একটি গল্পে।
বাঙালির অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য বাংলা নববর্ষ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন থেকে ১১ এপ্রিল প্রকাশ পাবে গানটি।
সারাবাংলা/পিএ/পিএম