Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাকশন সিনেমা পরিচালনা করবেন কঙ্গনা


১০ এপ্রিল ২০১৯ ১৩:২৯

অভিনেত্রী হিসেবে কঙ্গনা রানৌত নাম কামিয়েছেন আগেই। একের পর এক ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি বলিউড পরিচালকদের আস্থা অর্জন করেছেন। কঙ্গনা রানাওয়াতের নিজের প্রতিও আস্থা রয়েছে বেশ। আর সেকারণে অভিনয় ছাপিয়ে তিনি এখন পরিচালনায় নেমে পড়ছেন পাকাপাকিভাবে।

কঙ্গনা যে পরিচালকের খাতায় নাম লেখাবেন সেটার জানান দিয়েছিলেন ‘মনিকর্নিকা:দ্য কুইন অব ঝাঁসি’ ছবি সহ পরিচারলক হিসেবে কাজ করে। ছবিটি বক্স অফিসে দাপট দেখায়।

বিজ্ঞাপন

শোনা গিয়েছিল, নিজের বায়োপিক পরিচালনার মধ্য দিয়ে স্বকীয়ভাবে চলচ্চিত্র পরিচালনায় নেমে পড়বেন। তবে আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে আসছেন কঙ্গনা। এমন না যে, তিনি বায়োপিক নির্মাণ করবেন না। বায়োপিক নির্মাণ করবেন, তবে তার আগে তিনি একটি অ্যাকশনধর্মী ছবি পরিচালনা করবেন। খবর বলিউড হাঙ্গামার।

অ্যাকশনধর্মী ছবিটি হবে নারীকেন্দ্রিক। যার প্রধান চরিত্রে থাকবেন একজন নারী। হতে পারে সেটিতে কঙ্গনাই রূপদান করবেন ‘অ্যাকশন লেডি’র চরিত্র। এরইমধ্যে কঙ্গনা ছবির প্রাক প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বেশ বড় বাজেটের ছবি হবে এটি।

এদিকে কঙ্গনা রানৌত ‘পাঙ্গা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দিল্লীতে ছবির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে।

সারাবাংলা/আরএসও/পিএ

কঙ্গনা রনৌত পরিচালনা

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর