Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুরে যাচ্ছে ‘ভুবন মাঝি’


২৫ জানুয়ারি ২০১৮ ১৪:২৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ১৮:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

এবার সিঙ্গাপুরে যাচ্ছে চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। ভাষার মাস ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে প্রদর্শিত হবে ছবিটি। সেখানে তিনটি প্রদর্শনী হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক ফাখরুল আরেফীন খান।

প্রদর্শনী তিনটির সম্ভাব্য তারিখ ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। এ ব্যাপারে পরিচালক বলেন, ‘ভাষার মাসে ভুবন মাঝি সিঙ্গাপুরে প্রদর্শিত হবে, এটা অনেক ভালোলাগা দিচ্ছে আমাকে।’

এর আগে ভুবন মাঝি প্রদর্শিত হয়েছে ৭টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে হয়েছে ২০টি প্রদর্শনী।

মুক্তিযুদ্ধের পটভুমিতে নির্মিত ছবিতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, নওশাবা, মাজনুন মিজান, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে। গত বছরের মার্চে মুক্তি পায় ছবিটি।

বিজ্ঞাপন

সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির ‘আমি তোমারি নাম গাই’ গানটি পেয়েছে ব্যপক জনপ্রিয়তা। গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন কালিকা প্রসাদ।

সারাবাংলা/পিএ

ভুবন মাঝি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর