Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখে সালমার নতুন গান


১১ এপ্রিল ২০১৯ ১৬:২১

অন্য বিষয়ে টানাপোড়েন থাকলেও সালমা গানের সঙ্গে আছেন সব সময়। স্টেজ-শোতে ব্যস্ত এই গায়িকা অল্প হলেও নতুন গান প্রকাশ করেন বছরের বিভিন্ন সময়ে। তবে নববর্ষ এলেই গান প্রকাশ করার বাড়তি আয়োজন থাকে সালমার।

এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। বাংলা সন ১৪২৬-এর প্রথম দিনে তার নতুন গান-ভিডিও প্রকাশ পাচ্ছে। ফোক ধাঁচের কথা ও সুরে ‘দিলো না’ শিরোনামের গান গেয়েছেন তিনি।

মিউজিক ভিডিওর দৃশ্যে আশফিয়া ওহী ও জুয়েল

গানটির কথা ও সুর করেছেন কালজয়ী অনেক গানের স্রষ্টা শাহ আলম সরকার। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে মডেল হিসেবে আছেন আশফিয়া ওহী ও জুয়েল।

নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘শাহ আলম সরকারকে আমি গুরু মানি। গুরুর গান শিষ্য গেয়েছে এটা আনন্দের। গানটার মধ্যে আলাদা একটা দরদ আছে। আমিও গানটি গাওয়ার সময় শতভাগ দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি।’

বৈশাখী আয়োজনের অংশ হিসেবে ‘দিলো না’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ফোক গানের প্ল্যাটফর্ম ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ১২ এপ্রিল।

সারাবাংলা/পিএ

গান বৈশাখ সালমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর