Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোম্বি-কমেডি ছবি দিয়ে শুরু হবে ‘কান’


১১ এপ্রিল ২০১৯ ১৬:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। ফ্রান্সের কান শহরে উৎসবের ৭২তম আসর বসছে ১৪ মে থেকে। এবারের আসরের পর্দা উঠবে জোম্বি-কমেডি ঘরানার আমেরিকান সিনেমা ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবি প্রদর্শনের মধ্য দিয়ে।

লুমিয়া থিয়েটারে ১৪ মে প্রদর্শনের মাধ্যমে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবির। একই সঙ্গে ছবিটি প্রতিযোগিতা বিভাগে লড়বে সেরা ছবির বিভাগে অর্থাৎ পাম ডি’ওর পুরস্কারের জন্য। ছবিটি পরিচালনা করেছেন জিম জারমাশ।

কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে অনেক আগে থেকেই সম্পর্ক জিম জারমাশের। এই স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ২০০৫ সালে তার ‘ব্রোকেন ফ্লাওয়ার্স’ সিনেমার জন্য পান গ্র্যান্ড প্রিক্স। কান চলচ্চিত্র উৎসবেই ১৯৮৪ সালে এই নির্মাতা জিতে নিয়েছিলেন ক্যামেরা ডি’ওর পুরস্কার।

বিজ্ঞাপন

কোহিনী গড়ে উঠেছে ছোট্ট একটি শহরে। যেখানে হঠাৎ করেই অনেক ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে। যেমন- চাঁদ দেখে মনে হচ্ছে অনেক বড় এবং অনেক নিচে নেমে এসেছে। সূর্যের আলো আলো এবং পশু-পাখি অদ্ভুদ আচরণ শুরু করেছে। কিন্তু কেউ জানে না কেন এমন হচ্ছে। এমন একটা রহস্যময়, ভৌতিক এবং কমেডি ছবি ‘দ্য ডেড ডোন্ট ডাই’।

সারাবাংলা/পিএ

৭২তম কান চলচ্চিত্র উৎসব উদ্বোধন জিম জারমাশ দ্য ডেড ডোন্ট ডাই