Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোয়েন্দা জোভানের দ্বারস্থ হলেন টয়া


১২ এপ্রিল ২০১৯ ১৪:৩৬ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৪:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দরজায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ। আর এই বৈশাখ সামনে রেখে নির্মিত হচ্ছে একের পর এক নাটক। এরই ধারাবাহিকতায় পয়লা বৈশাখ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ডিটেকটিভ লাভ’।  রণক ইকরামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোহন  আহমেদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, মুমতাহিনা টয়া, মনিরুল ইসলাস, ফয়সাল, আফরিন মীম, তুষারসহ আরও অনেকে।

নাটকে জোভান অভিনয় করেছেন শখের গোয়েন্দার চরিত্রে। এদিকে নিজের পাতানো প্রেম ভাঙতে গোয়েন্দা জোভান ও ফয়সালের দ্বারস্থ হন টয়া। এরপর ঘটতে থাকে মজার সব ঘটনা। এটি মূলত কমেডি ঘরানার একটি নাটক।

নাটক প্রসঙ্গে ফারহান আহমেদ জোভান বলেন, ‘কাজটি অনেক এনজয় করেছি। কাজ করার সময়ই অনেক মজা হয়েছে। প্রচুর হেসেছি। দর্শকরা প্রচুর মজা পাবে।’

বিজ্ঞাপন

অন্যদিকে টয়া বলেন, ‘মোহন আহমেদের সঙ্গে অল্পদিনে বেশ কয়েকটি কাজ করে ফেলেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। কারণ, এটি কমেডি ঘরানার। দর্শকদের জন্য এই নাটকে প্রচুর মজা আছে।’

ভরপুর হাসির এই নাটকটি নাগরিক টিভিতে প্রচারের পর সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ১৩ এপ্রিল রাত ১০ টায়।

সারাবাংলা/আরএসও

জোভান টয়া ডিটেকটিভ লাভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর