Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসহায় শিশুদের জন্য কনসার্ট


১৬ এপ্রিল ২০১৯ ১৭:০৮

শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা, অন্ধত্ব নিবারণ ও এই বিষয়ক সচেতনতায় কাজ করে আসছে ‘ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই)। একই উদ্দেশ্যে এই সংস্থাটি এবার আয়োজন করছে একটি কনসার্টের। যেই আয়োজনের সহ-আয়োজক হিসেবে আছে সাইট ফর চিলড্রেন (আরএসসি)।

আগামী ১৯ এপ্রিল, শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেবিআই) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস কনসার্ট’ শীর্ষক এই আয়োজন।

বিজ্ঞাপন

এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিসিআই। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।

এতে উপস্থিত ছিলেন বারডেম হাসপাতালের সেক্রেটারি জেনারেল ও ডিসিআই-এর কান্ট্রি ডিরেক্টর প্রফেসর এ. কে. আজাদ খান, স্বনামধন্য গায়িকা ও ডিসিআই গুডউইল অ্যাম্বাসেডর সাবিনা ইয়াসমিন, খ্যাতিমান গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল, ডিসিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এহসান হক ও এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিফ আহমেদ।

সংবাদ সম্মেলনে সাবিনা ইয়াসমিন বলেন, ‘অসহায় শিশুদের জন্য কাজ করতে পারাটা আনন্দের। এই সংস্থার এতো বিশালতা আমার জানা ছিল না। ডিসিআই-এর কার্যপ্রণালীও একদম অন্যরকম। একটা দেশের শিশু অন্য দেশের শিশুদের সহযোগিতা করছে, এটা সত্যিই দারুণ ব্যাপার। এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত। সমাজ থেকে শিশুশ্রম দূর করা এবং শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে দেয়ার ক্ষেত্রে এই সংগঠন আরও বড় পরিসরে কাজ করে যাবে বলেই আমার প্রত্যাশা।’

এদিকে সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল বলেন, ‘আমার এক প্রবাসী বন্ধুর মাধ্যমে এই সংগঠনের সঙ্গে যুক্ত হই। তার কাছ থেকে সংগঠনটির কনসেপ্ট শুনেই আমি মুগ্ধ হই। তাই তাদের সঙ্গে কাজ করছি। তাছাড়া আগামী ১৯ এপ্রিলের কনসার্টে সাবিনা ইয়াসমিনের সঙ্গে আমিও একই স্টেজে পারফর্ম করতে পারব, এটা আমার জন্য গর্বের বিষয়।’

বিজ্ঞাপন

১৯ এপ্রিলের ‘চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস কনসার্ট’-এ সংগীত পরিবেশনা করবেন সাবিনা ইয়াসমিন ও হাসান আবিদুর রেজা জুয়েল। সঙ্গে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। এছাড়া নৃত্যশিল্পীদের পরিবেশনাও থাকবে কনসার্টে।

সারাবাংলা/আরএসও/পিএ

অসহায় শিশু কনসার্ট সাইট ফর চিলড্রেন (আরএসসি)

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর