Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেতা আহমেদ শরীফকে প্রধানমন্ত্রীর অনুদান


১৮ এপ্রিল ২০১৯ ১৫:৫৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ১৭:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুদানের চেক নিচ্ছেন আহমেদ শরীফ

ঢাকা: চলচ্চিত্রের এক সময়ের পর্দা কাঁপানো খলনায়ক, শক্তিমান অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আহমেদ শরীফ ও তার স্ত্রীর চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহমদ শরীফের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুদানের চেক নেওয়ার সময় অভিনেতা আহমদ শরীফ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৭৬ বছর বয়সী অভিনেতা আহমেদ শরীফ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করা আহমেদ শরীফ পরবর্তীতে খলনায়ক হিসেবে তুমুল জনপ্রিয়তা পান। ১৯৭৬ সালে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘বন্দুক’ ছবিতে খলনায়ক হিসেবে  ডাকসাইটে এ অভিনেতার অভিষেক হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে/পিএম

অনুদান আহমেদ শরীফ খলনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর